Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী

সড়ক দুর্ঘটনায় নি হ ত বাংলাদেশি প্রবাসী সম্রাট হোসেন (৩৫)।  ছবি- সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নি হ ত বাংলাদেশি প্রবাসী সম্রাট হোসেন (৩৫)। ছবি- সংগৃহীত

সৌদি আরবের আল কাসিম হাইল শহরে গাড়ি উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় আল কাসিম হাইল শহরের শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তথ্যে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। সঙ্গে থাকা তাঁর অপর এক সহকর্মী আহত হন।

জীবিকার তাগিদে ৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সর্বশেষ ২ বছর আগে দেশে এসে ছুটি কাটান। আগামী রমজানে তাঁর দেশে আসার কথা ছিল। সম্রাটের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশির মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়