মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার সাথে কানাডা প্রবাসীদের মতবিনিময়
সভায় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো-অন্টারিও কানাডার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা মৌলভীবাজারের আয়োজনে কানাডা প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো-অন্টারিও কানাডার নেতৃবৃন্দ পারস্পরিক সমাজকল্যাণ সংস্থাকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার শিক্ষা প্রকল্পে আর্থিক সহায়তার টাকা হস্তান্তর করা হয়।
মতবিনিময় সভায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান সুয়ারার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আজমল আহমদ চৌধুরীর পরিচালনায় অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো-অন্টারিও কানাডার সভাপতি লায়েকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, লভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো-অন্টারি কানাডার প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্টি প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার, আমেরিকা প্রবাসী আব্দুল মুমিত চৌধুরী নেসু, শারমিন সুলতানা, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো-অন্টারি কানাডার উপদেষ্টা আব্দুল ওয়াহিদ, মোহাম্মদ আব্দুল মোহিত, আব্দুল কাদির মকবুল আলীসহ অন্যান্যরা।
সভার শুরুতে বক্তব্য রাখেন- উপকারভোগী রাজনগর টিএসসির ইন্সট্রাকটর (ইংরেজি) শিপন মিয়া। বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও সাবেক ব্যাংকার অ্যাডভোকেট এইচ এম মোস্তাক আহমদ মম।
এসময় উপস্থিত ছিলেন পারস্পরিক মৌলভীবাজারের পরিচালক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ছয়ফুল আলম খান, সৈয়দ মোশাহিদ আহমদ চন্নু, মো. নূরুল ইসলাম আনোয়ার, হেমায়েতুল ইসলাম খাঁন চৌধুরী, এস এম উমেদ আলী, সুমন আহমদ, আহসান উদ্দিন চৌধুরী সুইট, এহ্সানা চৌধুরী, মো. জসিম উদ্দিন, হাসানাত কামাল, জাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
সভায় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো-অন্টারি কানাডার পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি লায়েকুল হক চৌধুরী নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা ও আরও ২০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৮৫ হাজার টাকা পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা মৌলভীবাজারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
পরে অতিথিদের নিয়ে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।
লায়েকুল হক চৌধুরী বলেন- মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার শিক্ষার্থীদের জন্য এই অনুদান দেওয়া হয়েছে। এতে মৌলভীবাজার জেলার প্রবাসীবৃন্দ ছাড়াও বিশিষ্ট সমাজসেবী আখলাক হোসেন এবং টরন্টোর স্বনামধন্য সমাজসেবক ব্যারিস্টার রিজওয়ান রহমান অর্থ সহায়তা দিয়েছেন।
উল্লেখ্য পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা মৌলভীবাজার দীর্ঘদিন ধরে দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি, বই, স্কুল ড্রেস ইত্যাদি সহায়তা দিয়ে আসছে। দরিদ্রজনদের চিকিৎসা সহায়তা করে যাচ্ছে। শ্বাসকষ্টের রোগীদের ইনহেলার দিয়ে যাচ্ছে। গৃহহীনদের ঘর দিচ্ছে। কন্যাদায়গ্রস্ত গরীব পিতাদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক-মানবিক কাজ করে যাচ্ছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি