Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ বাংলাদেশি প্রবাসীর 

দুর্ঘটনায় নিহত হওয়া বাংলাদেশি মো. আমির হোসেন (৪২)।

দুর্ঘটনায় নিহত হওয়া বাংলাদেশি মো. আমির হোসেন (৪২)।

কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কে ওফরা এলাকায় প্রাইভেটকারের দুর্ঘটনার শিকার হয়ে ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। কারের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে মো. আমির হোসেন (৪২) নামের একজন বাংলাদেশি যুবক নি হ ত হয়েছেন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও তাঁর পরিচয় মেলেনি। তবে, তিনিও বাংলাদেশশি বলে জানা গেছে। 

গত শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কের ওফরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রোববার (১১ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর জানাজানি হলে এলাকার শোকের ছায়া নেমে আসে।

নি হ ত মো. আমির হোসেন (৪২) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মমিনুল হকের বড় ছেলে।

করে ফেরার পথে ওফরা এলাকায় গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিরের মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে আহত আরেকজন মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশি হলেও পরিচয় জানা যায়নি। আমিরের মরদেহ কুয়েত সিটির ওফরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

পারিবারিক সূত্র জানায়, ১৬ বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমান আমির। সেখানে তিনি ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। পরিবারে তার এক মেয়ে, এক ছেলে, স্ত্রী ও মা-বাবা রয়েছে। উপার্জনক্ষম আমির হোসেনকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ইয়াকুবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, প্রবাসীদের সহযোগিতায় কুয়েতে নিহত আমিরের মরদেহ দেশে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়