Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ-জাপান সহযোগিতা বৃদ্ধিতে মতামত বিনিময় সভা

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের নেতৃত্বে সফররত প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং তথ্যপ্রযুক্তি শিল্পের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ প্রতিনিধি দলের সদস্যদের জাপানের বাজারে বাংলাদেশের আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার, একাডেমিয়া এবং শিল্প  সংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। প্রতিনিধি দলটি বাংলাদেশ-জাপান আইটি সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে জাপান সফর করছে। 

রাসেল টি আহমেদ, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, ড. মো. আবুল কাশেম মিয়া, ভাইস চ্যান্সেলর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাইকা প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তারা আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়