Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

হাকিকুল ইসলাম খোকন

প্রকাশিত: ১২:৫০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য রফিকুল ইসলাম আর নেই

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ছবি- আই নিউজ

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ছবি- আই নিউজ

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭৩) মারা গেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় নিউইয়র্কের ফ্লাশিং হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তিনি প্রয়ানণকালে সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আমেরিকার ভার্জিনীয়া প্রবাসী এক তনয়াসহ বহুগুণীজন রেখে গেছেন। 

কমরেড রফিকুল ইসলাম  লিটলের প্রয়াণে এক যৌথ বিবৃতিতে নিউইয়র্ক  প্রবাসী  জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, সংগঠক ও রাজনীতিক সামসুঊদদিন আহমেদ শামীম, সাংবাদিক এমজেড ফয়সল এবং সিনিয়র সাংবাদিক, লেখক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন বলেন- বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধে লিটল কমরেডের অবদান অপরিসীম।  তিনি জাতীয় পতাকা তৈরির সাথে যুক্ত থেকেও ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র মুক্তি সংগ্রামের পর সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাফেলায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমাদের মুক্তিসংগ্রাম ও রাষ্ট্র বিনির্মাণের ইতিহাসে লিটল কমরেডের অসাধারণ অবদান জাতির অস্তিত্বের সাথে মিশে আছে।

কমরেড রফিকুল ইসলামের নামাজে জানাজা বৃহস্পতিবার (২৯ ফেবরুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নিউইয়র্কের সানিসাইডে ৫৫ ষ্টীট রেজভেট এভিনিউস্থ আহলে বয়াত মসজিদে অনুষ্ঠাত হবে। এতে প্রবাসীদের অংশ নেয়ার আহ্বান জানানে হয়েছে।

জানাজা শেষে কমরেড রফিকুল ইসলামের মরদেহ রাত ৯টায় জেএফকে থেকে ঢাকা পাঠানো হবে এবং ঢাকায় সমাধী করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়