Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ৫ মার্চ ২০২৪

বাংলাদেশি রুহেলকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার দেবে এফবিআই

এফবিআইয়ের তালিকায় অভিযুক্ত বাংলাদেশি যুবক রুহেল চৌধুরী।

এফবিআইয়ের তালিকায় অভিযুক্ত বাংলাদেশি যুবক রুহেল চৌধুরী।

রুহেল চৌধুরী নামে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। রুহেল চৌধুরী নামের ওই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে অপহরণ ও অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এফবিআই জানিয়েছে, নিউ ইয়র্কের কুইন্সের হোলিস, কুইন্স ভিলেজ ও জ্যামাইকা অঞ্চলে রুহেলের বিচরণ রয়েছে। 

নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা ব্রুকলিনের আদালতে রুহেলকে অভিযুক্ত করা হয়। দুটি অপহরণ এবং অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০২৪ সালের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এফবিআই।

রুহেল চৌধুরী ২০২৩ সালের ২৭ মার্চ ও ১১ মে নিউ ইয়র্কের কুইন্সে দুটি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।

তিনি এবং অন্যরা ভুক্তভোগীদের রাস্তা থেকে অপহরণ করে ছিনতাই, নির্যাতন এবং তাদেরকে মাদক সেবন করিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। একজন ভুক্তভোগীকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছিল এবং তাকে যৌন নির্যাতন করা হয়েছিল।

অপহরণের সময় রুহেল ভুক্তভোগীদের আটক করে কুইন্সের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত গাড়ি সরবরাহ এমনকি নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়