Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ১৮ মার্চ ২০২৪

লন্ডনে গাড়ি চাপা পড়ে নি হ ত ফেঞ্চুগঞ্জের ফুরুক

সিলেটি বংশোদ্ভূত ওই যুবকের নাম জি এম ফুরুক (৪৬)। ছবি- সংগৃহীত

সিলেটি বংশোদ্ভূত ওই যুবকের নাম জি এম ফুরুক (৪৬)। ছবি- সংগৃহীত

ব্রিটেনের লন্ডনে সড়ক পারা হওয়ার সময় গাড়ি চাপা পড়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের এক যুবক নি হ ত হয়েছে। সিলেটি বংশোদ্ভূত ওই যুবকের নাম জি এম ফুরুক (৪৬)। 

স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুরুকের চাচা কানাই মিয়া জানান, তাঁদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে ফুরুকের। ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়