Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ১৯ মার্চ ২০২৪

বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের নতুন কমিটির নেতৃত্বে যারা 

কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত আয়োজিত সভা।

কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত আয়োজিত সভা।

বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত পুনর্গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

গণতান্ত্রিক পন্থায় নতুন কমিটি গঠনের পর মোরশেদ আলম ভুইঁয়াকে সভাপতি,তারেক হাসানকে সিনিয়র সহ-সভাপতি, শফিউল্লাহ প্রদানকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও ওয়াসিম সানিকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

রোববার (১৭ মার্চ) কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলম ভুইয়া।

এতে সংগঠনের সাধারণ সম্পাদক কুরবান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা তৌহিদুল আলম চৌধুরী, বিমল কান্তি রায় প্রমুখ। 

  • বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের জন্য সতর্কবার্তা 

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুরবান আলী সংগঠনের অতীত কর্মকাণ্ড তুলে ধরতে বলেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অনেক টুর্নামেন্ট এর আয়োজন করেছে। বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর অধীনে ২৫টি ফুটবল দল রয়েছে। সকল দলের খেলোয়াড়দের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী একটি ক্রীড়া সংগঠন। 

পরে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়