Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২৪ মার্চ ২০২৪

সিলেটে ইন্টারভিউ দিয়ে দুবাইয়ে সরাসরি কর্মী নিয়োগ 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী সিলেটের। প্রতিবছর প্রবাসী অধ্যুষিত বিভাগ সিলেট থেকে আরব আমিরাতে অনেক মানুষ পাড়ি জমান।  সম্প্রতি দেশটিতে একটি বিখ্যাত কোম্পানি অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে। দিয়েছে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। আর এতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে সিলেট থেকে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) বিখ্যাত কোম্পানী Al Tanmyah Services L.L.C তে কিছু পদে সরাসরি পুরুষ কর্মী নিতে লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতোমধ্যে কোম্পানীর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। আগ্রহী প্রার্থীদেরকে মূল পাসপোর্ট, ১০ কপি পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), অভিজ্ঞতার সনদ ও জীবন বৃত্তান্তসহ সরাসরি অফিসে অথবা নিম্নলিখিত টিটিসি গুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে- ইন্টারভিউ নেওয়া হবে সিলেট টিটিসিতে আগামী ২৫ মার্চ। দুই বছর (নবায়ন যোগ্য) চাকরির মেয়াদ থাকবে। চাকুরি শেষে দেশে ফিরতি এয়ার টিকেটও দিবে কোম্পানী। কাজের সময় - বেসিক ৮ ঘন্টা (ওভারটাইম ২ ঘন্টা আবশ্যক)। আর ভেশনাল পিরিয়ড থাকবে ছয়মাস।

যেসব পদে কর্মী নেওয়া হবে- মেসন, স্টীল ফিক্সার, পেইন্টার, কার্পেন্টার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, মেডিক্যাল, ইন্সুরেন্স, ও আই.ডি কোম্পানী প্রদান করিবেন। এছাড়ও বাসস্থান, যাতায়াত ব্যবস্থা কোম্পানী কর্তৃক প্রদান করা হবে । এছাড়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাদি সংযুক্ত আরব আমিরাতের শ্রমিক আইন অনুযায়ী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়