Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১০ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যে সন্তানের সামনে সিলেটি নারীকে খু ন, ঘা*তক গ্রেফতার

নি হ ত শিউলী ঘা ত ক স্বামী হা‌বিবুর রহমান মাসুম (২৫)। ছবি- আই নিউজ

নি হ ত শিউলী ঘা ত ক স্বামী হা‌বিবুর রহমান মাসুম (২৫)। ছবি- আই নিউজ

যুক্তরা‌জ্যের ব্রাড‌ফো‌র্ড এলাকায় স্ত্রী‌ কুলসুমা আক্তার শিউলীকে সন্তা‌নের সাম‌নে ছু রি কা ঘা তে খু নে র দা‌য়ে ঘা ত ক স্বামী হা‌বিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেপ্তার ক‌রে‌ছে ওয়েস্ট ইয়র্কশায়ার পু‌লিশ। 

নি হ ত কুলসুমার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিশ্বনাথ উপজেলায় বলে জানা গেছে।

যুক্তরা‌জ্যের ওল্ডহামে বসবাসরত শিউলীর ভাই‌ আক্তার হোসেন জানান, গত শনিবার পাঁচ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন শিউলী। সে সময় শিশুর সামনেই শিউলীকে (২৭) ছু রি কা ঘা ত করেন মাসুম। এতে শিউলী মা রা যান। তবে শিশুটির কোনো কিছু হয়নি।

প্রকাশ্যে ছুরি মেরে খু নে র পর থে‌কে শিউলির স্বামী মাসুম ওল্ডহাম থেকে পলাতক ছি‌লেন। তাকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান চালায় ইয়র্কশায়ার পুলিশ। 

পরে ব্রাডফোর্ড থেকে ১৮০ মাইল দূরের অ্যালিসবারি থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মাসুমই ওই শিশুসন্তানের বাবা বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তিনি আরো জানান, শিউলীর পোস্টম‌র্টেম শে‌ষে মর‌দেহ পেলে জানাজা ও দাফ‌নের ব‌্যাপা‌রে ‌সিদ্বান্ত নেওয়া হ‌বে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়