আই নিউজ প্রতিবেদক
কুয়েতে সংবর্ধিত হলেন মুরাদুল হক চৌধুরী
ছবি- আই নিউজ
সমাজ সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ায় ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক ও সিলেটের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী।
শুক্রবার (১৯ এপ্রিল) কুয়েতের ফাহাহিল সিটির এক রেস্তোরাঁয় ফাহাহিল জালালাবাদবাসীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা শহীদ খান।
সহ-সভাপতি সুমন আনসারীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা ফয়সল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন- উপদেষ্টা মিহির কান্তি পাল, মিঠুন সেলিম, কাজী সফিক, হারুন মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ফারুক আহমদ, শিহাব বকত, সুরুক মিয়া, সিরাজ মিয়া প্রমুখ।
বক্তব্য রাখেন, শিব্বির আহমেদ, নুরুল হোসেন, হেলিমসহ আরো অনেকে।
বক্তারা সংবর্ধিত অতিথি মুরাদুল হক চৌধুরীর সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীদের আকামা সমস্যার সমাধান, মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, বাংলাদেশে অসহায় মানুষের গৃহনির্মাণে আর্থিক সহযোগিতা, বাংলাদেশে গরীব পিতার কন্যার বিয়েতে আর্থিক সহযোগিতা,অসুস্থ দেশি-বিদেশি মানুষকে চিকিৎসা সহায়তা, বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে আর্থিক সহায়তা,দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক সহায়তা,বন্যাদুর্গত এলাকায় আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নিঃস্বার্থে বিভিন্ন সমাজ কল্যাণমুখী কাজে মুরাদুল হক চৌধুরী অনবদ্য অবদান রেখে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, প্রচার সম্পাদক আলাল আহমদসহ অনেকে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি