Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১০:৪৬, ২৩ এপ্রিল ২০২৪

নিউইয়র্কে পুরস্কার পেয়েছে নানজীবা’র ‘দি আনওয়ান্টেড টুইন’

অ্যাওয়ার্ড হাতে দেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নানজীবা খান। ছবি- আই নিউজ

অ্যাওয়ার্ড হাতে দেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নানজীবা খান। ছবি- আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে পূর্ণদৈর্ঘ্য ডকু ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নানজীবা খানের ‘দি আনওয়ান্টেড টুইন’ ছবিটি। 

গত ২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী এই উৎসব। উৎসবে দেশের সর্বকনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নানজীবা খানের ছবি ‘দি আনওয়ান্টেড টুইন’ প্রদর্শনী করা হয়।

উৎসবে বাংলাদেশ, ভারত ও এই দুই দেশের প্রবাসীদের নির্মিত (বাছাইকৃত) ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দেখানো হয় ছবিগুলো। এছাড়াও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাড়াও এতে বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত অতিথি যোগ দেন। প্রতিটি আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকে। অনুষ্ঠানে কোনো প্রবেশ ফি বা টিকেট সিস্টেম ছিলো না। শুধু ২১ এপ্রিল বিকেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির জন্য শনি অথবা রোববার সকালের দিকে অনুষ্ঠানস্থলে এসে বিনামূল্যে একটি বিশেষ পাস সংগ্রহ করতে হয়। দু’দিনই শনি ও রোববার সকাল ১১টা থেকে বিশেষ পাশটি বিনামূল্যে সরবরাহ করা হয়।

উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্র নির্মাতা নানজীবা খান আই নিউজকে বলেন, ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসবে এসে খুবই ভালো লাগছে, নিউইয়র্কে প্রবাশীরা প্রসংশা করেছে।আমার ছবিতে এতো দর্শক হবে, তা আসলে আমি ভাবতে পারিনি। এই উৎসবে আমার সিনেমা দেখানো হয়েছে সেটা তো ভালো লাগছে, তার চেয়েও বেশী ভালো লাগছে এতগুলো বাংলা সিনেমা দেখানো হয়েছে। কলকাতা ও বাংলাদেশের ছবি প্রদর্শিত হয়েছে। এটা একটা মহাযজ্ঞের মতো। তাছাড়া আমার ছবি ‘দি আনওয়ান্টেড টুইন’ এর অনেক সুনাম করেছে দর্শকরা।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়