তোফায়েল আহমেদ পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে ঋণেয় দায়ে প্রবাসীর আ-ত্ম-হ-ত্যা
আ ত্ম হ ত্যা কা রী বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শিবলি সাদিক (৩৮)। ছবি- আই নিউজ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোহাম্মদ শিবলি সাদিক (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসী ঋণেয় দায়ে আ-ত্ম-হ-ত্যা করেছেন।
মৃ-তে-র দেশের বাড়ী লক্ষীপুর জেলার লক্ষীপুর সদরের বাঞ্ছানগর, তিনি ওই গ্রামের স্থানীয় বাসিন্দা ছিলেন। এবং গ্রামের মৃ-ত মো. হারুন উর রশিদ এর ছেলে।
মৃ-তে-র প্রতিবেশী চাচাতো ভাই মোহাম্মদ মনির জানায়, শিবলি দীর্ঘ ধরে ব্যাবসার সঙ্গে জড়িত কিছুদিন আগে দেশ থেকে ঋন নিয়ে এখানে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন। সাম্প্রতিক তার ব্যাবসায়ী পার্টনার এশিয় নাগরিক রিয়েল এস্টেট এ বিনিয়োগ করা সকল অর্থ হা-তি-য়ে নিয়ে পালিয়ে যায়। ঋ-ণে-র চাপ ও পার্টনার কর্তৃক প্র-তা-রি-ত হয়ে হ-তা-শ-য় ভু-গ-ছি-লে-ন। পরে হ-তা-শা-গ্র-স্থ হয়ে আ-ত্ম-হ-ন-নে-র মত কঠিন সিদ্ধান্ত নেন শিবলি। এখন পর্যন্ত মৃ-তে-র ব্যাবসায়ী পার্টনার প্র-তা-র-ক ওই এশিয় নাগরিকের কোন হদিস পাওয়া যায়নি।
তিনি আরো জানান, মৃ-ত শিবলি একই গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে তানজিনা আফরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ব্যাক্তি জীবনে মৃ-ত শিবলি নিঃসন্তান ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে নিযুক্ত শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীম বলেন, মৃ-ত্যু-র খবর আমারা জেনেছি। ম-র-দে-হ এখন বানিয়াছ এর কেন্দ্রীয় ম-র্গে রয়েছে। দেশটির আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে পৌঁছাতে দূতাবাস দ্রুত পদক্ষেপ নিবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস তৈরীর বিষয়ে যত দ্রুত সম্ভব করে দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ, গত শনিবার (২৭ এপ্রিল) দেশটির রাজধানী আবুধাবির শেখ হামদান সড়কে তার বাসস্থল বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে তিনি আ-ত্ম-হ-ত্যা করেন বলে জানায় আবুধাবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি