Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ১১ মে ২০২৪

কানাডার এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন, সুসংবাদ না দুঃসংবাদ!

কানাডার এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন

কানাডার এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন

সাম্প্রতিক সময়ে নিজেদের দেশে এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন আনতে মাঠে নেমেছে কানাডা সরকার। গত কয়েক মাস ধরে দেশটিতে আসা অগুনতি মানুষের চাপ সামলাতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তবে, কানাডা এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন আনলে সেটি বাঙালী ভিসাধারীদের জন্য সেটা ভালো না দুঃসংবাদ বয়ে আনবে তা এখনি বলা যাচ্ছে না। 

কানাডায় এসাইলামের বর্তমান নিয়মগুলোকে পরিবর্তন করে সহজেই যেন এসাইলাম প্রক্রিয়া সহজেই নিষ্পত্তি করতে সে ব্যাপারে উদ্যোগী হয়েছে কানাডা সরকার। কানাডার একটি শীর্ষ স্থানীয় পত্রিকার (গ্লোবাল নিউজ) এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত কানাডায় প্রায় ৪৪ হাজারের বেশি মানুষ এসাইলামের জন্য আবেদন করেছেন। এর আগের আরও প্রায় দেড় লাখের মতো এসাইলাম ফাইল জমা পড়ে আছে কানাডা প্রশাসনের কাছে। 

ফলে, তীব্র এসাইলামের এই চাপ থেকে বেরিয়ে আসতে চাইছে কানাডার সরকার। কেননা, এসাইলামের মাধ্যমে যারা কানাডায় থাকার সুযোগ পান তাদের জন্য কানাডা সরকারকে বিভিন্ন ধরনের ভাতা, থাকার জায়গা নানা কিছু প্রদান করতে হয়। এর জন্য কানাডা সরকারের মোটা অঙ্কের টাকাও ব্যয় করতে হয়। তাই এসাইলামের চলমান নিয়মগুলোতে পরিবর্তন আনার ব্যাপারে জোরেসোরে কাজ করছে কানাডিয়ান প্রশাসন। 

তবে, কানাডার এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন আনলেও খুব বেশি বাংলাদেশির উপর এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে না। বর্তমানে কানাডায় এসাইলাম প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আবেদনকারীই মেক্সিকান। মেক্সিকো ছাড়া আরও অন্যান্য দেশের মানুষও এ তালিকায় আছেন বাংলাদেশীদের চেয়ে অনেক এগিয়ে। ফলে এসাইলাম প্রক্রিয়ায় পরিবর্তন আনার ফলে সেটি যদি কঠোরও হয় তাহলে বাংলাদেশিরা কম ভোগবেন। 

যদিও, যেসব বাঙালীর কানাডার এসাইলাম এখনো প্রক্রিয়াধীন তাঁরা এই পরিবর্তনে কিছুটা বিপাকে পড়তে পারেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়