Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ১৫ মে ২০২৪

জালালাবাদ মেলা এবং ঈদ ফেস্টিভ্যাল আগামী ৮ জুন  

ফাইল ছবি

ফাইল ছবি

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে একটি মেলা এবং ঈদ ফেস্টিভেলের আয়োজন করা হয়েছে। 

আগামী ৮ জুন (শনিবার) টরন্টোর ডেন্টনিয়া পার্কে এই মেলা ও ঈদ ফেস্টিভেল অনুষ্ঠিত হবে। 

আয়োজনে থাকবে সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের শৈল্পিক পরিবেশনা। আরো থাকবে একটি জমজমাট ঈদ বাজার। যেখানে অংশগ্রহণকারীরা খাবার, পানীয় এবং স্থানীয় পণ্যের বিস্তৃত পরিসর উপভোগ করতে পারবেন। সুস্বাদু স্ট্রিট ফুড থেকে শুরু করে ঐতিহ্যবাহী হস্তশিল্প, মেলায় সবার জন্য কিছু না কিছু থাকবে।

মূলত, প্রবাসে বাঙালী জাতির আবহমানকালের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ আয়োজনে স্টল বুকিং এর মাধ্যমে অংশ নিতে পারবেন টরেন্টোতে বসবাসরত যেকোনো বাঙালী উদ্যোক্তা। স্টল বুকিং এর জন্য যোগাযোগ করতে হবে ৬৪৭- ২২৬-৭৭৮০- এই নম্বরে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়