Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮, ১৬ জুন ২০২৪

আমিরাতে আজ ঈদুল আজহা উদযাপিত

নামাজ শেষে সবাই একে-অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ছবি- আই নিউজ

নামাজ শেষে সবাই একে-অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ছবি- আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। গোটা আমিরাত জুড়ে ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের নামাজে বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিও ঈদের নামাজ আদায় করেন। নামাজে মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আমিরাতের সরকার কর্তৃক ঘোষণা অনুযায়ী আমিরাতে ৭টি রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিট, দুবাই- ৫টা ৪৫ মিনিট, শারজাহ- ৫টা ৪৪ মিনিট, আজমান- ৫টা ৪৪ মিনিট, ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমা- ৫টা ৪১ মিনিট ও আল-আইন ৫টা ৪৪ মিনিটে ঈদ জামাত শুরু হয়।

নামাজ শেষে প্রবাসীরা সবাই একে-অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে যার যার সামর্থ্য অনুসারে প্রবাসীরা পশু কোরবানি করেন। অনেকে আবার কাজে ডিউটি থাকাতে নিজ নিজ কাজে যোগদান করেন।

উল্লেখ্য, আরাফাতের দিন এবং ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে ১৫ থেকে আগামী ১৮ জুন পর্যন্ত আমিরাতে
ছুটি ঘোষণা করেছে ফেডারেল অথরিটি অব হিউম্যান রিসোর্স। ঈদের ছুটিতে প্রবাসীরা নিজেদের পরিকল্পনা ও
সুযোগমত ঈদের ছুটি নানাভাবে উদযাপন করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়