Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

ইউকে প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১ জুলাই ২০২৪
আপডেট: ১৮:৫৭, ১ জুলাই ২০২৪

আ. লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভা

প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের আয়োজনে সভা। ছবি- আই নিউজ

প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের আয়োজনে সভা। ছবি- আই নিউজ

বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের আয়োজনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে রোববার (৩০ জুন) রাত মধ্যরাতে কার্ডিফ শহরের মেগনা বালটিতে এই আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক। 

সভায় ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কৃষি বিষয়ক সম্পাদক এম এ রউফ, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

দোয়া মাহফিলে সভায় দোয়া পরিচালনা করেন কারি শাহ মোহাম্মদ তসলিম। এসময় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্তঅবদানকারী যারা মারা গেছেন সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।  

সভায় সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম, সৃষ্টি, অর্জন ও উন্নয়নের ইতিহাস বলে উল্লেখ করে বলেন, ছাত্রলীগ থেকে যুবলীগ করে আজ ঐতিহ্যবাহী আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুসারী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা সবাই যেন আমৃত্যু দেশ ও মানুষের কল্যানে কাজ করে যেতে পারি এই প্লাটিনাম জয়ন্তীতে সবাইকে সে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক  এম এ মালিক তাঁর বক্তব্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তথা ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়