Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ৪ জুলাই ২০২৪

লন্ডনে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বাউল শাহ আব্দুল করিম উৎসব

৩ জুলাই দুপুরে ইষ্ট লন্ডনের হোয়াইট চপল এলাকার বিজনেস সেন্টারে হলরুমে প্রস্তুতি সভা। ছবি- সংগৃহীত

৩ জুলাই দুপুরে ইষ্ট লন্ডনের হোয়াইট চপল এলাকার বিজনেস সেন্টারে হলরুমে প্রস্তুতি সভা। ছবি- সংগৃহীত

যেই লন্ডন নিয়ে সিলেটের প্রয়াত কিংবদন্তী বাউল শাহ আব্দুল করিমের রয়েছে অজস্র স্মৃতি, সেই লন্ডনের মাটিতে আয়োজন হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম উৎসব। 

আগামী ৬ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রেডিআর্ট সেন্টারে উৎসবটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উৎসবে অংশ নিবেন ব্রিটেনের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা।  

এ উপলক্ষে এরিমধ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ জুলাই) দুপুরে ইষ্ট লন্ডনের হোয়াইট চপল এলাকার বিজনেস সেন্টারে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আরিয়ান ফিল্মস প্রোডাকশন ও গ্লোব টিভির যৌথ উদ্যোগে বাউল করিম উৎসব (লন্ডন) এর ফাউন্ডার চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজের সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডন রেডব্রিজের প্রাক্তন মেয়র জোৎস্না ইসলাম, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, ব্রিটিশ ফিল্মস ইন্সটিটিউট ডেভিড শেপার্ড, হলিউড ষ্টার লিওন।

সভায় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আব্দুস সালাম, হেলেন ইসলাম, শিমুল তাজবির, সাহাদুল ইসলাম, পাবেল চৌধুরী, চৌধুরী মুরাদ, সাদেক আহমদ, মতিউর রহমান, অনুপম রহমান, আবু তাহের আজিজ, ইসহাক ইসলাম, শাহরুখ আহমেদ, কিষ চৌধুরী, রাজু আহমেদ, জেবুন্নেছা রিতা, আসিফ আহমদ, রাজ শেখ, আলম, বন্নি, তামিম চৌধুরী, জাওয়াদ ইবনে আজম, মিসবাহ চৌধুরী প্রমুখ।

এদিকে, শাহ আব্দুল করিম উৎসব সফল ও স্বার্থক করে তুলতে ব্রিটেনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আব্দুল করিম উৎসব (লন্ডন) এর ফাউন্ডার চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইর উপজেলার বরাম হাওরঘেঁষা উজানধল গ্রামে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাউল শাহ আব্দুল করিম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ে জীবন কাটিয়েছেন শাহ আব্দুল করিম। তার কালজয়ী অসংখ্য গান বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে।

কালোত্তীর্ণ লোকগানের রচয়িতা বাউল সম্রাট শাহ্ আবদুল করিমকে গানে গানে স্মরণ করবেন দেশ ও বিদেশের ভক্ত-অনুসারীরা।  একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম তার দর্শন, চিন্তা ও চেতনায় গণ-মানুষের গান গেয়েছেন।  তিনি আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশের কাছ থেকে। তিনি শরীয়ত, মারফত, নবুয়ত, বেলায়াসহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ ও দুদ্দু শাহর দর্শন থেকে। বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আব্দুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়