Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ৮ জুলাই ২০২৪

আজমানে সড়ক দু/র্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃ/ত্যু 

আজমানে সড়ক দু/র্ঘটনায় নি/হত ৫ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

আজমানে সড়ক দু/র্ঘটনায় নি/হত ৫ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

দুবাইয়ের আজমান প্রদেশে সড়ক দু/র্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃ/ত্যু হয়েছে। গতকাল রোববার (০৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নি/হত বাংলাদেশিরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। তারা আরব আমিরাতের আজমান প্রদেশে কাজ করতেন। 

বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নি/হত প্রবাসীরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।

জানা গেছে, সকালে ওই পাঁচ জন কাজের জন্য আবুধাবি যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি আবুধাবি রোডে সাহামা এলাকায় পৌঁছালে বি/স্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃ/ত্যু হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়