মোহাম্মদ মুবিন খান, স্পেন
`সাবাস বাংলাদেশ` গানে বার্সেলোনা মাতালেন কন্ঠশিল্পী আসিফ!
বার্সেলোনায় গান গাইছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ছবি- আই নিউজ
সংস্কৃতির নগরী পর্যটন বিখ্যাত শহর স্পেনের বার্সেলোনায় বসবাসরত হাজারো বাংলাদেশী প্রবাসীদের মাতিয়ে গেলেন নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। 'সাবাস বাংলাদেশ' গানে বার্সেলোনায় মাতালেন বাঙালী, অবাঙালীদের।
গত শনিবার (১৩ জুলাই) বার্সেলোনার সেন্টারে প্লাসা দে মাকবা পার্কে এসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার আয়োজনে বাংলার মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় জমজমাট ওপেন কনসার্ট।
এতে সংগীত পরিবেশন করেন নব্বই দশকের বাংলাদেশী তরুনতরুণীদের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। একাকী গভীর রাতে, মনে কি পড়েনা, আমায় ভুলে গেলে, ও প্রিয়া ও প্রিয়া, সাবাস বাংলাদেশসহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন আসিফ।
কনসার্টে বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীদের উপচেপড়া ভীড় ও তরুণ তরুণীদের ঢল ছিল চোখে পড়ার মত। তারা নেচে গেয়ে উপভোগ করেন তাদের প্রিয় শিল্পীর গান।
আয়োজক সংস্থার সভাপতি আলাউদ্দিন হক্ব নেসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক খানের পরিচালনায় ফিতা কেটে যৌথভাবে উদ্বোধন করেন স্পেনের বাংলাদেশদূতাবাসের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ এনডিসি, বার্সেলোনার বাংলাদেশি কাউন্সিল রামন পেদ্রো বেরনাউস, আয়োজক সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক নেসা ও প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, জেনেরালিদাদ দে কাতালোনিয়া ও আজুনতামেন্ত দে বার্সেলোনার সরকারি কর্মকর্তাবৃন্দ। স্থানীয় সাংবাদিক, কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাসহ আয়োজন সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা।
পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে সাঈদ স্বপন, মঞ্জু স্বপন, মুন্নি পাখি, নিগার হোসাইন ও তাইফা রহমানের সাবলীল উপস্থাপনায় গান পরিবেশন শুরু হয়।
কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে গান পরিবেশন করেন বার্সেলোনার স্থানীয় ও ইউরোপে বসবাসকারী বাংলাদেশি শিল্পী মঞ্জু স্বপন, জিনাত শফিক, আহানা দিবা, রাজু গাজী, বর্ষা, শুভ, তন্ময় ও অমি।
এতে নৃত্য পরিবেশন করেন বার্সেলোনায় জন্ম নেয়া বাংলাদেশি শিশুশিল্পীসহ কোলকাতার নৃত্য শিল্পীগোষ্ঠী।
মেলার মাঠে ১০টি দেশি খাবারের স্টলে ছিলো বাংলাদেশি ফুচকা, চটপটি, ঝালমুড়ি, পিঠা, মিষ্টিসহ হরেক রকমের দেশি খাবার। স্টলগুলোতে বাংলাদেশিসহ বিদেশিদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়।
আয়োজক সভাপতি আলাউদ্দিন হক্ব নেসা জানান, অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করতে পেরেছি তাই সবাইকে কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরও বড় কনসার্ট করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বার্সেলোনায় বাংলাদেশের সংস্কৃতির বিকাশ এবং লালনে বহু বছর ধরে বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে এই সংগঠন। একটি অসাধারণ নির্ভেজাল সংগীত সন্ধ্যা উপহার দিতে পারায় তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, মধ্যরাত পর্যন্ত উপচে পড়া শ্রোতাদর্শক প্রাণ ভরে উপভোগ করেন এই পরম সুন্দর সংগীত আয়োজন।
গত মাসে প্রবাসী বাংলাদেশীদের সার্বজনীন উৎসব বাংলাদেশী মিলনমেলা বৃষ্টির কারণে শুরু করেও সফল ভাবে শেষ করা সম্ভব হয়নি। তার যে অতৃপ্তি ছিল তা যেন আসিফ আকবরের এই ওপেন কনসার্টের মধ্যদিয়ে কিছুটা পুর্ণ হলো বলে অভিমত জানান অনেক প্রবাসী বাংলাদেশী দর্শক-শ্রোতা।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি