Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ২৫ জুলাই ২০২৪

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত আফসানা সহ ৭ এমপিকে বহিষ্কার 

সিলেটি বংশোদ্ভূত নারী এমপি আফসানা বেগম।

সিলেটি বংশোদ্ভূত নারী এমপি আফসানা বেগম।

লন্ডনে সদ্য নির্বাচিত হওয়া সরকার লেবার পার্টির ৭ ব্রিটিশ এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন আলোচিত সিলেটি বংশোদ্ভূত নারী এমপি আফসানা বেগম। পার্লামেন্টে উত্থাপিত একটি সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয়ার কারণে তারা এমন শাস্তির মুখে পড়েছেন বলে জানা গেছে। 

বহিষ্কৃতরা হলেন- আফসানা বেগম, জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, রেবেকা লং-বেইলি, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। এ ছয় মাস দলে তাদের পদবি ও দায়িত্ব স্থগিত থাকবে। পরে তারা আবার দলের কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন। তবে কারও কারও শাস্তি আরও বাড়তেও পারে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় জয়ের পর এ প্রথম কিয়ার স্টারমার বিরোধিতার মুখে পড়েন। এ ঘটনায় দলের মধ্যে আলোচনার ঝড় বইছে। সংশ্লিষ্টরা বলছেন, কিয়ার তার দলে কোনো বিরোধিতা সহ্য করবেন না- বহিষ্কারের মাধ্যমে এটির ইঙ্গিত দিলেন তিনি।

তবে, বহিষ্কার হলেও শাস্তি পাওয়া ব্রিটিশ এমপিদের সংসদ সদস্য পদ বহাল থাকবে।

এক নজরে সিলেটি বংশোদ্ভূত আফসানা বেগম 
আফসানা বেগমের পূর্বপুরুষেরা থাকতেন অধুনা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। তার বাবা তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সিভিক মেয়র ছিলেন। তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা।তবে আফসাবা বেগমের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। তিনি লেবার পার্টির লন্ডন রিজিয়ন শাখার সদস্য। দলটির টাওয়ার হ্যামলেটস শাখার সহসভাপতিরও দায়িত্ব পালন করছেন তিনি। 

পপলার এবং লাইমহাউস সংসদীয় আসনের সাংসদ জিম ফিটজপেট্রিক ২০১৯ সালের শুরুর দিকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।২০১৯ সালের ব্রিটিশ সংসদ নির্বাচনে এই আসনে লেবার পার্টির মনোনয়ন পান আফসানা বেগম। নির্বাচনে তিনি ৩৮,৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শন ওক পান ৯,৭৫৬ ভোট।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়