তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত
প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান
আরব আমিরাতে কর্মরত বাংলাদেশ শ্রমিকরা।
অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নতুন সরকারকে অভিবাদন জানিয়েছেন প্রবাসীরা। দেশের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনার দাবিও তুলেছেন তারা।
শনিবার (২৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা জানান, নতুন সরকারকে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই মুহূর্তে রাজনৈতিক সংকট নিরসনের পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাও করতে হবে তাদের। বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে। তবে প্রথম ও প্রধান কাজ হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।
শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় বহু প্রবাসীর দেশে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না থাকায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করছেন তারা। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন ভুক্তভোগী প্রবাসীরা।
আরব আমিরাত প্রবাসী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা মাজহারুল ইসলাম মাহবুব জানান, সরকার পতনের পর দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় এই প্রবাসীর একটি পেট্রোল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অথচ তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
দেশটির আজমান প্রদেশের আল বোরাক গার্মেন্টসের ম্যানেজিং পার্টনার শেফালী আক্তার আঁখি বলেন, ‘সরকারকে এখনই বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অভিবাসন ব্যয় কমানো ও সিন্ডিকেট প্রথা বন্ধ করতে হবে। প্রবাসীদের যাতায়াতের ক্ষেত্রে বিমান টিকিটের মূল্য কমানো উদ্যোগ নিতে হবে। সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের নানা সুবিধা-অসুবিধা জানাতে একজন সংসদ প্রতিনিধি করার বিষয়ে গুরুত্বারোপ করতে হবে। দেশের চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে।’
দুবাই প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন ফায়সাল বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। এই জটিলতা নিরসনে ক‚টনৈতিক পর্যায় থেকে সমাধানের পথ বের করতে হবে। পাশাপাশি প্রবাসীরা দেশে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন বলেন, ‘যোগ্য মানুষদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা দেশকে ভাল কিছু দিতে পারবে। স্ব স্ব স্থানে অভিজ্ঞরা যোগ্যতানুযায়ী মন্ত্রণালয় পেয়েছেন। দেশের এই ক্রান্তিকালে অর্থনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে তা দূর করতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে হবে। প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে।’
দেশে ভোটাধিকার ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কাজ হবে তারা নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়া। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল দলের অংশগ্রহণের পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আগে সমান্তরাল মাঠ তৈরি করে দিতে হবে তাদের।’
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি