Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান। শীঘ্রই তাদেরকে দেশে পাঠানো হবে বলেও জানান তিনি। 

এর আগে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতে বিক্ষোভ করেন ওই ৫৭ বাংলাদেশি। এর জন্য আমিরাতের ফেডারেল আদালতে তাদেরক দোষি সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদেরকে ক্ষমা ঘোষণা করায় শাস্তি ভোগ করতে হবে না তাদের। শীঘ্রই ফিরে আসবেন দেশের মাটিতে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়