Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১০ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ জনকে আটক

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার একটি এলাকা থেকে ১৭ বাংলাদেশিসহ মোট ৩০ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

গতকাল বুধবার (৯ অক্টোবর) দেশটির কেলান্তান রাজ্যের অভিবাসন বিভাগের বরাত দিয়ে নিউ স্ট্রেটস টাইম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দুই দিনের অভিযানে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে। সুপারমার্কেট, লোহার কারখানা এবং বেশ কয়েকটি বাড়ি ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন জানান, কোটা ভারু শহরের আশপাশের সুপারমার্কেট, জালান কুয়ালা ক্রাইয়ে দোকান এবং কাম্পুং সেবারাং পাসির মাস সালোরে লোহার কাজের ওয়ার্কশপ, পাসির পুতেহ, কাম্পুং পারমাটাং সুংকাইয়ের বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে বাংলাদেশের ১৭, পাকিস্তানের ২, মিয়ানমার ১, ভারতের ১, থাইল্যান্ডের ৪ পুরুষ ও ৫ নারীকে আটক করা হয়। আরও তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়