Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

সংযুক্ত আরব আমিরাত (দুবাই)

প্রকাশিত: ১৭:৪৬, ১২ অক্টোবর ২০২৪

আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে কনস্যুলেটের কনফারেন্স রুমে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অংশগ্রহনকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আশফাক হোসেইন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের আঁকা ছবি প্রদর্শন করা হয় এবং শিশুদের পুরষ্কার হিসেবে উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, ‘‘জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের মধ্যে শিশুদের যত্ন,  শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ সাধনে ভূমিকা পালনের বিষয়ে সচেতনতা তৈরী, সেই সাথে শিশুদের বিশেষ গুরুত্ব প্রদান। আজকের শিশুরা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য সকলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’’

অংশগ্রহণকারী সকল শিশুদের নিয়ে ফটোসেশন ও শিশুদের আপ্যায়ন করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়