আই নিউজ প্রতিবেদক
জার্মানির অপরচুনিটি কার্ড পাওয়া যাবে যেভাবে
জার্মানির অপরচুনিটি কার্ড পাওয়া যাবে যেভাবে
বাইরের দেশগুলোর দক্ষ কর্মীদের জন্য চাকরির উদ্দেশ্যে জার্মানিতে প্রবেশের অনুমতি হলো অপরচুনিটি কার্ড। এটি এমন একটি সুযোগ যার মাধ্যমে অপরচুনিটি কার্ডধারী জার্মানিতে এক বছর মেয়াদি রেসিডেন্ট পারমিট পেয়ে থাকেন কাজের বা চাকরির ব্যবস্থা করার জন্য।
সম্প্রতি অর্পা নামের এক বাংলাদেশি নারী দেশে প্রথম জার্মানিতে অপরচুনিটি কার্ড পেয়েছেন। আজকের এই প্রতিবেদনে জানাবো তার অপরচুনিটি কার্ড পাওয়ার গল্প। সেইসঙ্গে জানানোর চেষ্টা করবে কী কী প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে আপনারাও পেতে পারেন জার্মানির অপরচুনিটি কার্ড।
প্রথমেই বলে রাখা দরকার, অপরচুনিটি কার্ডের জন্য আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীকে কিছু বৈধ দলিল বা কাগজপত্রও কতৃপক্ষকে দেখানোর জন্য প্রস্তুত রাখতে হবে। যা অপরচুনিটি কার্ডধারী অর্পাও একটি সাক্ষাৎকারে বেশ গুরুত্বের সঙ্গে জানিয়েছেন। কাগজপত্র বা ডকুমেন্ট সবকিছু ঠিক থাকলে দেড় মাসের মধ্যেই অপরচুনিটি কার্ড পাওয়া যায়।
অপরচুনিটি কার্ড এর জন্য আবেদন করার ক্ষেত্রে কাজের জন্য আবেদন করলে ভিসার ফরম, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা পত্র ইত্যাদি সাবমিট করতে হয়। দেশের অনেক ট্রাভেল এজেন্সি এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারে।
অপরচুনিটি কার্ড পেতে কী যোগ্যতা লাগে?
জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য যোগ্যতা নির্ভর করে কিছু নির্দিষ্ট মানদণ্ডের উপর। পয়েন্ট ভিত্তিক সিস্টেমটি দক্ষ এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেয়। সাধারণত উচ্চ শিক্ষাগত ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণসম্পন্ন এবং কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন।
কার্ড পেতে জার্মান ভাষা শিখতে হবে?
জার্মানির অপরচুনিটি কার্ড পাওয়ার ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে এটা পেতে কি জার্মান ভাষা শিখতে হয়? বা জার্মান ভাষা জানা না থাকলে অপরচুনিটি কার্ড পাওয়া যাবে কি? এর উত্তরে বাংলাদেশের প্রথম অপরচুনিটি কার্ড পাওয়া অর্পা জানান, ইন্টারভিউতে জার্মান ভাষা জানা আছে কি না এ ব্যাপারে জানতে চাওয়া হয়।
তবে এটি অবশ্যই শেখা থাকতে হবে এমন কোনো নির্দেশনা নেই। শেখা থাকলে ভালো। না থাকলে সমস্যা নেই। যদি আপনার অন্যান্য কাগজপত্রে কোনো সমস্যা না থাকে, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ভালো থাকে তাহলে জার্মান না জানা থাকলেও অপরচুনিটি কার্ড পেতে তেমন কোনো সমস্যা হয় না। তবে শেখা থাকলে বেশি ভালো। কেননা, ভিসা ইন্টারভিউতে জার্মান কতৃপক্ষ বারবার পরীক্ষা করে দেখতে চায় আবেদনকারী প্রকৃত অর্থেই জার্মানিতে যেতে চান কি না।
অপরচুনিটি কার্ড কাদের জন্য
ইউরোপের বাইরের দেশগুলোর প্রধানত দুই ধরনের নাগরিককে এই কার্ড সরবরাহ করা হয়।
১. সম্পূর্ণ জার্মানি স্বীকৃত পেশাগত বা শিক্ষাগত যোগ্যতার অধিকারী: যাঁদের পেশাগত দক্ষতার প্রমাণ করতে পারে, জার্মানি স্বীকৃত এমন কোনো শিক্ষাগত বা পেশাগত সনদ রয়েছে। এ যোগ্যতা অর্জন নিজ দেশে জার্মানি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান অথবা জার্মানিতে অবস্থিত কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে।
২. যাঁরা এখনো নির্দিষ্ট কোনো দক্ষতায় প্রতিষ্ঠিত কর্মী নন, তবে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করেছেন—
ক. জার্মানির কোনো বিশ্ববিদ্যালয় অথবা নিজ দেশে জার্মানি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি অর্জন;
খ. জার্মানির কোনো প্রতিষ্ঠান অথবা নিজ দেশে জার্মানি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুই বছরের ভোকেশনাল ট্রেনিং নেওয়া।
কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস বা সিইএফআর অনুসারে কমপক্ষে লেভেল-এ১ জার্মান ভাষা দক্ষতা বা কমপক্ষে লেভেল-বি২ ইংরেজি ভাষা দক্ষতা। আইইএলটিএস স্কোর ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫, আর টোফেল আইবিটিতে ৭২ থেকে ৯৪ সিইএফআর লেভেল বি২–এর সমতুল্য।
কার রেফারেন্স দেবেন?
জার্মানিতে গিয়ে আপনি কোথায় উঠবেন বা কার কাছে থাকবেন এ ব্যাপারে আপনাকে রেফারেন্স দিতে হবে। এক্ষেত্রে হোটেল বুকিং বা অন্য কোনো এড্রেস ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। তবে, ভালো হবে যদি জার্মানিতে বসবাসরত কোনো রেসিডেন্ট বা আত্মীয়ের রেফারেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে অপরচুনিটি কার্ড পাওয়া সহজ হয় কিছুটা।
অপরচুনিটি কার্ডের সুবিধা
এই কার্ডে প্রাথমিকভাবে সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি দেওয়া হয়। এক বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা যায়। এখানে কার্ডধারীরা চাকরি বা স্ব-নিযুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
অপরচুনিটি কার্ড থাকলে সপ্তাহে মোট ২০ ঘণ্টা এক বা একাধিক খণ্ডকালীন চাকরি করা যায়। চাকরি খোঁজার অংশ হিসেবে কার্ডধারীরা প্রতি কোম্পানিতে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য জব ট্রায়াল করতে পারবেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি