Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

তোফায়েল আহমেদ পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ১৩:০২, ২৩ অক্টোবর ২০২৪
আপডেট: ১৩:২৯, ২৩ অক্টোবর ২০২৪

পররাষ্ট্র সচিবের সঙ্গে দুবাইয়ের বাংলাদেশি দূতাবাসের সভা

পররাষ্ট্র সচিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দুবাই বাংলাদেশি কনস্যুলেটের কর্মকর্তারা। ছবি- আই নিউজ

পররাষ্ট্র সচিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দুবাই বাংলাদেশি কনস্যুলেটের কর্মকর্তারা। ছবি- আই নিউজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব জনাব মো. জসীম উদ্দিনের সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। 

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ব্রিকস (বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট) সম্মেলনে যোগ দেয়ার জন্য গমনকালে দুবাইয়ে যাত্রাবিরতির সময়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর কনফারেন্স রুমে এই বৈঠকে যোগ দেন।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র সচিবের সফরসঙ্গী পরিচালক মো. মাহবুর রহমান, বাংলাদেশ দূতাবাস, আবুধাবি’র চার্জ-দ্যা-অ্যাফেয়ার্স মো. মিজানুর রহমান, প্রথম সচিব (কনস্যুলার) মো. মাজহারুল ইসলাম, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির দিক-নির্দেশনামূলক বক্তব্যে পররাষ্ট্র সচিব জনাব মো. জসীম উদ্দিন বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যেমন শ্রমিক হিসেবে কাজ করছেন আবার ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কাজেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেটের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এখানকার সরকার এবং ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করার ব্যাপারে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। সেই সাথে প্রবাসী বাংলাদেশীরা যাতে সহজে বিভিন্ন কনস্যুলার সেবা পেতে পারে সেজন্য বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পরিশেষে, কনসাল জেনারেল দিক-নির্দেশনামূলক বক্তব্যের জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলে মিলে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কনস্যুলার সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়