আই নিউজ প্রতিবেদক
LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়
LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়।
প্রবাস যেতে ইচ্ছুক এমন বাংলাদেশিদের প্রধান তালিকায় থাকে ইউরোপের দেশ কানাডা। কিন্তু, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়া একটু কঠিন হওয়ায় অনেকেই হতাশ হয়ে কানাডা থেকে মুখ ফিরিয়ে নেন। তবে, সঠিক তথ্য সম্পর্কে অবগত থাকলে কিছু উপায়ে কানাডায় LMIA ছাড়াই ওয়ার্ক পারমিট পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে জানাবো LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়।
লেখার শুরুতেই জানিয়ে রাখি, চলতি অক্টোবর মাসের শুরুতেই কানাডার ছয়টি কোম্পানিকে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়া কর্মী নিয়োগের জন্য চিহ্নিত করে ঘোষণা দিয়েছে কানাডার প্রশাসন। নির্দিষ্ট ওই ছয়টি কোম্পানি LMIA ছাড়াই কাজের জন্য কর্মী নিয়োগ দিতে পারবে। তবে, প্রায় সবগুলো কোম্পানিই আইটি বিষয়ক কোম্পানি হওয়ায় এতে কাজের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই আইটি বিষয়ে দক্ষতা ও জ্ঞান থাকতে হবে।
এবার চলুন জেনে নেওয়া যাক LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়। অনেকেই জানেন না যে, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়াও দেশটিতে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ দেয় কানাডার ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (আইএমপি)।
LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়-
কেউ যদি কানাডার জনপ্রশাসন এবং স্থানীয় সরকারের কর্মক্ষমতার সাথে সংশ্লিষ্ট কাজের ব্যাপারে দক্ষ হন এবং আবেদন করেন তাহলে তিনি LMIA ছাড়াই কানাডায় ওয়ার্ক পারমিট পেতে পারেন। Competitiveness & public policy stream হলো জনসাধারণের সমস্যা সমাধানের জন্য সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপ। LMIA ছাড়া ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য এই স্ট্রিমে আবেদন করা একটি সহজ উপায়।
LMIA ছাড়া ওয়ার্ক পারমিট পাওয়ার আরেকটি সহজ উপায় সিগনিফিকেন্ট বেনিফিট স্ট্রিমে আবেদন করা। সিগনিফিকেন্ট বেনিফিট স্ট্রিম এমন একটি ব্যবস্থা যা বিদেশী নাগরিকদের কানাডায় কাজ করার সুযোগ করে দেয়।
Reciprocal employment স্ট্রিমে আবেদন করেও অনেকে LMIA ছাড়া ওয়ার্ক পারমিট পেতে পারেন। এটি পারস্পরিক কর্মসংস্থান চুক্তি বিদেশী কর্মীদের কানাডায় কাজের ব্যবস্থা করে।
ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (আইএমপি) কানাডায় নিয়োগকর্তাদেরকে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) পাওয়ার প্রয়োজন ছাড়াই অস্থায়ী ওয়ার্ক পারমিটে বিদেশী কর্মী নিয়োগের অনুমতি দেয়।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি