Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ২৭ অক্টোবর ২০২৪

LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়

LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়। 

LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়। 

প্রবাস যেতে ইচ্ছুক এমন বাংলাদেশিদের প্রধান তালিকায় থাকে ইউরোপের দেশ কানাডা। কিন্তু, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়া একটু কঠিন হওয়ায় অনেকেই হতাশ হয়ে কানাডা থেকে মুখ ফিরিয়ে নেন। তবে, সঠিক তথ্য সম্পর্কে অবগত থাকলে কিছু উপায়ে কানাডায় LMIA ছাড়াই ওয়ার্ক পারমিট পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে জানাবো LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়। 

লেখার শুরুতেই জানিয়ে রাখি, চলতি অক্টোবর মাসের শুরুতেই কানাডার ছয়টি কোম্পানিকে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়া কর্মী নিয়োগের জন্য চিহ্নিত করে ঘোষণা দিয়েছে কানাডার প্রশাসন। নির্দিষ্ট ওই ছয়টি কোম্পানি LMIA ছাড়াই কাজের জন্য কর্মী নিয়োগ দিতে পারবে। তবে, প্রায় সবগুলো কোম্পানিই আইটি বিষয়ক কোম্পানি হওয়ায় এতে কাজের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই আইটি বিষয়ে দক্ষতা ও জ্ঞান থাকতে হবে। 

এবার চলুন জেনে নেওয়া যাক LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়। অনেকেই জানেন না যে, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়াও দেশটিতে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ দেয় কানাডার ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (আইএমপি)। 

LMIA ছাড়া কানাডায় ওয়ার্ক পারমিট পাওয়ার ৪ উপায়-
কেউ যদি কানাডার জনপ্রশাসন এবং স্থানীয় সরকারের কর্মক্ষমতার সাথে সংশ্লিষ্ট কাজের ব্যাপারে দক্ষ হন এবং আবেদন করেন তাহলে তিনি LMIA ছাড়াই কানাডায় ওয়ার্ক পারমিট পেতে পারেন। Competitiveness & public policy stream হলো জনসাধারণের সমস্যা সমাধানের জন্য সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপ। LMIA ছাড়া ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য এই স্ট্রিমে আবেদন করা একটি সহজ উপায়। 

LMIA ছাড়া ওয়ার্ক পারমিট পাওয়ার আরেকটি সহজ উপায় সিগনিফিকেন্ট বেনিফিট স্ট্রিমে আবেদন করা। সিগনিফিকেন্ট বেনিফিট স্ট্রিম এমন একটি ব্যবস্থা যা বিদেশী নাগরিকদের কানাডায় কাজ করার সুযোগ করে দেয়।

Reciprocal employment স্ট্রিমে আবেদন করেও অনেকে LMIA ছাড়া ওয়ার্ক পারমিট পেতে পারেন। এটি পারস্পরিক কর্মসংস্থান চুক্তি বিদেশী কর্মীদের কানাডায় কাজের ব্যবস্থা করে। 

ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (আইএমপি) কানাডায় নিয়োগকর্তাদেরকে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) পাওয়ার প্রয়োজন ছাড়াই অস্থায়ী ওয়ার্ক পারমিটে বিদেশী কর্মী নিয়োগের অনুমতি দেয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়