Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১৩ নভেম্বর ২০২৪

স্বপ্নের ইতালিতে দু র্ঘ টনায় মা রা গেলেন নবীগঞ্জের নাঈম

ইতালিতে মারা যাওয়া নবীগঞ্জ উপজেলার মিসপাউর রহমান নাঈম (২২)। ছবি- সংগৃহীত

ইতালিতে মারা যাওয়া নবীগঞ্জ উপজেলার মিসপাউর রহমান নাঈম (২২)। ছবি- সংগৃহীত

সংসারের হাল ধরতে প্রায় ৪ মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিসপাউর রহমান নাঈম (২২) নামে এক যুবক। কিন্তু, স্বপ্নের ইউরোপের দেশ ইতালি পৌঁছে বেশিদিন আর দুনিয়ায় বেঁচে থাকতে পারেননি নাঈম। ইতালি পৌঁছার মাত্র ৪ মাসের মাথায় স্বপ্নবাজ তরুণ নাঈমের মৃত্যুর সংবাদ পেল তার পরিবার।

ইতালির ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম। নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা।

জানা যায়, ওই সময় নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলেন। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌঁছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশি তরুণ সড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নাঈম। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়িচালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু বলেন, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি- আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।

তিনি জানান, দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। সংসারের হাল ধরতে ইতালি গিয়েছিলেন নাঈম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়