Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত (দুবাই)

প্রকাশিত: ২২:৩৭, ৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৫০, ৮ ডিসেম্বর ২০২৪

দুবাইয়ে যুবদের উৎসাহ দিলেন প্রবাসীরা, তামিমের ধন্যবাদ

এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের

এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের

এশিয়া কাপের শিরোপা ধরে রাখলেন বাংলাদেশের যুবারা। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ছুটির দিন হওয়ায় আজিজুল হাকিম-ইকবাল হোসেনদের উৎসাহ দিতে স্টেডিয়ামে হাজির হন শতশত প্রবাসী বাংলাদেশি। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ সন্তান-পরিবার নিয়ে আসেন খেলা দেখতে। ভারতের বিপক্ষে জয় দিয়ে শিরোপা ধরে রাখায় গ্যালারিতে উল্লাস করেন তারা।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও উৎসাহ দিতে আসা দর্শকদের ম্যাচ শেষে ধন্যবাদ জানান। অল্প পুঁজি নিয়েও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অধিনায়ক। দলকে ওই সাহস জুগিয়েছেন দর্শকরা।

দুবাই প্রবাসী জেরিন রিমা, রায়হান আহমেদ রিয়াদ ও শাহেদ সৃজনের মতো শতশত দর্শক তাদের অনুভূতি ব্যক্ত করেন। দর্শকরা জানান, গত বছরও তারা যুবাদের খেলা দেখতে এসেছিলেন। এবারও এলেন। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় এবার বেশি ভালো লাগছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়