সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
আমিরাতে লটারিতে দুই বাংলাদেশির ১ লাখ ৯০ হাজার দিরহাম জয়
আমিরাতে লটারিতে দুই বাংলাদেশির ১ লাখ ৯০ হাজার দিরহাম জয়
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় মিলে মোট ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এর মধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন ও সামিউল আলম আব্দুর রাজ্জাক যথাক্রমে ১ লাখ এবং ৯০ হাজার দিরহাম জিতে নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকা।
আমিরাতের বিগ টিকেট ড্র সিরিজ ২৭০ এর বিগ উইন প্রতিযোগিতায় জয় পান তারা।
সোহেল আহমেদ আলাউদ্দিন, ৪০, আমিরাতে ১৭ বছর ধরে আছেন এবং ফলের ব্যবসা পরিচালনা করছেন। গত আট বছর ধরে তিনি নিয়মিত লটারির টিকিট কিনে আসছেন। এই জয় নিয়ে তিনি বলেন, “লটারিতে জয় অসাধারণ অভিজ্ঞতা। আমি এই অর্থ দিয়ে একটি ব্যবসা খোলার পরিকল্পনা করছি, যা আমার বহুদিনের স্বপ্ন। আমি লটারি কেনা অব্যাহত রাখব।”
অন্যদিকে, সামিউল আলম, যিনি গত পাঁচ বছর ধরে দুবাইয়ে আছেন, জানান যে তিনি একটি ৩০ জনের গ্রুপের অংশ হয়ে লটারির টিকিট কিনতেন। লটারিতে পাওয়া ৯০ হাজার দিরহাম গ্রুপের সবার মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছেন। সামিউল বলেন, “লটারি জিতে আমি খুব খুশি। সবার সাথে অর্থ ভাগাভাগি করব, কারণ আমরা একসঙ্গে এ পথ পাড়ি দিয়েছি।”
প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির লটারিতে অংশ নিয়ে প্রতি মাসেই এমন উল্লেখযোগ্য পুরস্কার জিতে কোটিপতির তালিকায় নাম লিখিয়ে নিচ্ছেন।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি