Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ২২:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ডিপ্লোম্যাট কাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ কনস্যুলেট দুবাই

ডিপ্লোম্যাট কাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

ডিপ্লোম্যাট কাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

সংযুক্ত আরব আমিরাত: শারজাহর স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর নবম আসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কনস্যুলেট দল অংশগ্রহণ করে।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ কনস্যুলেট টিম। সেমিফাইনালে যুক্তরাজ্যকে হারিয়ে ফাইনালে পৌঁছায় দলটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে রানার্সআপ হয় বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কনস্যুলেট সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। তিনি খেলোয়াড়দের মধ্যে পদক ও ট্রফি বিতরণ করেন। এছাড়া পাকিস্তান কনস্যুলেটের হেড অব চ্যান্সারি, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উপ-ভাইস চ্যান্সেলর ও পরিচালক (কমিউনিকেশন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়