আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:০৯, ২১ জুন ২০২০
বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে
ফাইল ছবি
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। তখন এটির চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়। চাঁদ যখন সূর্যকে আংশিক ঢেকে দেয়, তখন তাকে বলে আংশিক সূর্যগ্রহণ। আর চাঁদের কৌণিক ব্যস সূর্যের চেয়ে ছোট হলে ঘটে বলয়গ্রাস গ্রহণ।
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেশে শুরু হয়েছে বেলা ১১টা ১৭ মিনিটে। দেশে রাজশাহীর আকাশে সূর্যগ্রহণ প্রথম শুরু হয়েছে। আর সবশেষে গ্রহণ শেষ হয়েছে চট্টগ্রামের আকাশে। এর আগে রোববার সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর আকাশে প্রথম শুরু হয়। পৃথিবী থেকে এটির শেষ দেখা যায় বিকেল ৩টা ৩৪ মিনিটে।
বিশ্বের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া সূর্যগ্রহণের ছবি নিয়ে চিত্র-প্রতিবেদন-
১। কাতারের দোহা থেকে দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ।
২। কেনিয়ার এক লোকের হাতে সূর্যগ্রহণের অভিক্ষিপ্ত চিত্র।
৩। আঞ্চলিক সূর্যগ্রহণের সময় একটি কাক ছাদে দাঁড়িয়ে আছে; নায়রোবি, কেনিয়া।
৪। বাহরাইনের মানামা থেকে পর্যবেক্ষণ করা আংশিক সূর্যগ্রহণ।
৫। মিশরের কায়রো শহরতলির কাছ থেকে দেখতে পাওয়া সূর্যগ্রহণ।
৬। ভারতের গান্ধিনগরে একজন ব্যক্তি আংশিক সূর্যগ্রহণের ছবি তোলার জন্য তার মোবাইল ফোন এবং সৌর ভিউয়ার ব্যবহার করছে।
৭। বাহরাইনের মানামায় একজন ব্যক্তি একটি ঝালাইয়ের হেলমেটের মধ্য দিয়ে বর্ষকীয় সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছেন।
৮। ভারতের নয়াদিল্লির রাজপথ থেকে দেখা যাওয়া সূর্যগ্রহণ।
৯। সৌদি আরবের রিয়াদে লক্ষ্য করা আংশিক সূর্যগ্রহণ।
১০। পাকিস্তানের করাচির ক্লিফটন সৈকত থেকে দেখতে পাওয়া সূর্যগ্রহণ।
সূত্র: আল-জাজিরা
আইনিউজ/এসবি
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- বাস্তবে কি জলপরী আছে?
- সাপের দংশন ও চিকিৎসা
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে