বৈচিত্র্য ডেস্ক
আপডেট: ১২:১৪, ১০ জুলাই ২০২০
পাহাড়, গিরিখাত, উপত্যকায় হারানো হ্রদ- সবই আছে মঙ্গলে

ছবি- সংগৃহীত
সুউচ্চ পাহাড়ের ধার ঘেঁষে নীচু গিরিখাত। ছোট-বড় গর্ত পেরিয়ে কোথাও সুবিশাল হ্রদের মতো উপত্যকা। কোনো বাতাস নেই, হাড়কাঁপানো ঠাণ্ডা যেন রুক্ষ কোনো মরুভূমি। সমতল, টিলা, পাহাড়, গিরিখাতের মাঝেই দাঁড়িয়ে আছে প্রলয়ঙ্কর আগ্নেয়গিরি। ফুঁসে উঠলেই থরথর কাঁপে লাল গ্রহের মাটি।
রহস্যে ঘেরা গ্রহ মঙ্গল। কখনো আঁধার, আবার কখনো বরফের মতো মেঘে সকাল আসে। দিন-রাতের আনাগোনা, ঋতু বদলের বৈচিত্র্য সবকিছুরই দেখা মিলে বিজ্ঞানীদের কৌতূহলী চোখে।
২০১২ সাল থেকে মঙ্গলের মাটিতেই সংসার পেতেছে নাসার মিস কিউরিওসিটি রোভার। কখনো মাটি খুঁড়ছে, ছবি তুলে পাঠাচ্ছে গ্রাউন্ড স্টেশনে। হন্যে হয়ে যেন মঙ্গলের রহস্য সমাধানে নেমেছে মিস কিউরিওসিটি। লাল গ্রহের মাটিতে জলের চিহ্ন খুঁজছে সে, খুঁজে চলেছে প্রাণের অস্তিত্বও।
এরমধ্যে মঙ্গলে গ্রীষ্মের আগমন। নাসা মার্স এক্সপ্লোরেশনর প্রতিবেদন অনুসারে, কিউরিওসিটির ‘সামার ওয়াক’ শুরু হয়ে গেছে। এই সময় রুক্ষ, এবড়ো-থেবড়ো মঙ্গলের মাটি, পাহাড়, গিরিখাতের ভাল ছবি ওঠে। প্রায় দুই হাজার ৭২৯ মঙ্গলের দিন থুরি ‘মারশিয়ান ডে’ (Martian Day) যত্রতত্র চষে বেরিয়ে নানারকম ছবি তুলে নাসার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েছে কিউরিওসিটি।
তার কৌতুহলী ক্যামেরায় ধরা পড়েছে মঙ্গলের সেই বিখ্যাত ‘গ্রিনহেগ পেডিমেন্ট’ এবং গেডিজ ভ্যালিস (GV) । উত্তরে শার্প পাহাড় যাকে বলে মাউন্ট শার্পের পাদদেশে এই নীচু ভূমি বা গিরিখাত রয়েছে। পাথুড়ে জমি, দেখে মনে হবে শক্ত মাটিকে ভাঁজে ভাঁজে মুড়ে ফেলা হয়েছে। দেড় কিলোমিটারেরও বেশি চক্কর কেটে এই গিরিখাতের নানা অ্যাঙ্গেলের ছবি তুলেছে কিউরিওসিটি।
গেল ক্রেটারের উপর মাউন্ট শার্পও মঙ্গলের এক বিস্ময়। এর গঠন মনে করিয়ে দেয় পৃথিবীর সুউচ্চ পাহাড়শ্রেণীকে। ঠিক যেন পাহাড়ের পাদদেশে একটা হ্রদ রয়েছে, পাহাড়ের পাথুড়ে গা বেয়ে নেমে আসছে ঝর্না, চারপাশে ঘন হয়ে মেঘ জমেছে। এইসব কিছুই নেই, কিন্তু পাহাড়ের খাঁজে খাঁজে যেন তার ছাপ রয়ে গেছে। জন্মলগ্নে কি তেমন কিছু ছিল মঙ্গলে, এই পাহাড় সেই রহস্যকেই উস্কে দেয়। গবেষকরা বলেন, লাল গ্রহের জন্মলগ্নের অনেক অজানা রহস্যের সমাধান হতে পারে এখান থেকেই।
পাহাড় পেরিয়ে কিউরিওসিটি রোভার থেমেছে ‘সালফেট-বিয়ারিং ইউনিট’-এ। জিপসাম ও এপসম সল্টের বিস্তৃত জমি। বিজ্ঞানীরা বলছেন, সালফেটের এই বিস্তৃত জমিই বলে দেবে আজ থেকে ৩০০ কোটি বছর আগে জলবায়ুর বদল কীভাবে হয়েছিল।
কিউরিওসিটি রোভারের প্রতি পদক্ষেপের দিকে নজর রাখছে নাসার জেট প্রপালসন ল্যাবোরেটরি। পৃথিবী থেকে কিউরিওসিটিকে নিয়ন্ত্রণ করছেন ম্যাট গিল্ডনার। এটি প্রতি ঘণ্টায় ৮২ থেকে ৩৩৮ ফুট (২৫ থেকে ১০০ মিটিরা) বেগে ছুটছে। ম্যাট বলেছেন, গ্রিনহেগ পেডিমেন্টের প্রতিটি ধাপে ছড়িয়ে রয়েছে রহস্য। কোথাও প্রায় ৯৬ মাইল এলাকা জুড়ে হ্রদের মতো বিরাট এলাকা রয়েছে। এখানকার মাটির প্রকৃতি জানান দেয়, কখনও হয়ত বিশাল জলাশয় ছিল এই উপত্যকায়। কোনও অজানা কারণে পরে সেটা অদৃশ্য হয়। ওই এলাকার মাটি পরীক্ষা করে তেমনটাই জানিয়েছে নাসার কিউরিওসিটি।
মঙ্গলে এক সময় ছিল বড় বড় নদী। প্রায় ১৭ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের ‘লাল গ্রহে’র উত্তর গোলার্ধে ‘অ্যারাবিয়া টেরা’র (Arabia Terra) সুবিস্তীর্ণ এলাকায় ওই সব বড় বড় নদীর ‘ফসিল’-এর হদিশ মিলেছে। বিজ্ঞানীরা বলেছিলেন, প্রায় ৪০০ কোটি বছর আগে মঙ্গলের উত্তর গোলার্ধে ‘অ্যারাবিয়া টেরা’য় প্রায় ১৭ হাজার কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বইত বড় বড় নদী। অ্যারাবিয়া টেরার মতোই সুবিশাল গিরিখাত ভেলস মেরিনারিস— লাল গ্রহের এই গিরিখাত (Grand Canyon) ৪০০০ কিলোমিটার দীর্ঘ, ২০০ কিলোমিটার প্রশস্ত এবং ৭ কিলোমিটার গভীর।
পৃথিবীর দিন-রাতের আয়ু যতটা, মঙ্গলের দিন-রাতের আয়ুও প্রায় ততটাই। নাসা জানিয়েছে, পৃথিবী নিজের কক্ষপথে একবার পাক খেতে যে সময় নেয় (২৩ ঘণ্টা ৫৬ মিনিট), তার চেয়ে সামান্য কিছুটা বেশি সময় নেয় লাল গ্রহ। ঘণ্টার হিসেবে তাই মঙ্গলের একটি দিন (দিন ও রাত মিলে) আমাদের চেয়ে সামান্য একটু বড়। তার দৈর্ঘ্য ২৪ ঘণ্টা ৩৭ মিনিট থেকে ২৪ ঘণ্টা ৩৯ মিনিটের মধ্যে। এটাকে বলে ‘সল’।
নাসার পাঠানো রোভার ‘মিস কিউরিওসিটি’ এখন যেখানে রয়েছে, তার ধারেকাছেই মঙ্গলের বিষূবরেখায় ‘এলিসিয়াম প্লানিশিয়া’ এলাকায় রয়েছে নাসার আরও এক মহাকাশযান ইনসাইট। মঙ্গলের মাটি খুঁড়ে সেও অমূল্য রত্নের সন্ধান করে যাচ্ছে। নাসা জানিয়েছে, মঙ্গলে ভূমিকম্প হয়। থরথর করে কেঁপে ওঠে মাটি। বিজ্ঞানীরা যাকে বলেন ‘মার্শকোয়েক’। এই ভূমিকম্পের কম্পন ধরা পড়ে ইনসাইটের সিস যন্ত্রে। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর থেকে মোট ১৭৪ বার ‘মার্সকোয়েক’ ধরা পড়েছে ইনসাইটের সিস যন্ত্রে। যার মধ্যে ২০টি কম্পনের মাত্রা ছিল ৩ থেকে ৪। সাড়ে চারশোরও বেশি সিসমিক সিগন্যাল ধরা পড়েছে যা কম্পনের প্রমাণ দেয়। নাসা বলছে এর মধ্যেই ফের কেঁপেছে মঙ্গলের মাটি। সিস যন্ত্র দেখিয়েছে সেই কম্পনের মাত্রা অন্তত ৪.০।
এই কম্পনের উৎসস্থল রয়েছে মঙ্গলের মাটির নীচে ৩০ থেকে ৫০ কিলোমিটার গভীরতায়। পৃথিবীর মতো মঙ্গলে টেকটোনিক প্লেট নেই যাদের ধাক্কাধাক্কিতে ভূমিকম্প হবে। সেখানে ক্রাস্টের বালিকণার নড়াচড়ার ফলেই তৈরি হয় কম্পন। এটাই মার্সকোয়েক।
আইনিউজ/এইচ
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- বাস্তবে কি জলপরী আছে?
- সাপের দংশন ও চিকিৎসা
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে