বৈচিত্র্য ডেস্ক
দেশের আকাশে চাঁদের সঙ্গে পাঁচ গ্রহের নৃত্য দেখা যাবে আজ

ফাইল ছবি
মহাবিশ্বে নানা সময়ে ঘটে যাওয়া নানা বিস্ময়কর ঘটনা দেখে থাকেন বিশ্ববাসী। আজ তেমনই এক মহাজাগতিক এই ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আজকের দিনে চাঁদের সঙ্গে আরো পাঁচটি গ্রহকে দেখা যাবে আকাশে। কোনো টেলিস্কোপ ছাড়াই একেবারে খালি চোখে দেখা যাবে গ্রহগুলোকে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ রোববার চাঁদের সঙ্গে আরো পাঁচটি গ্রহকে দেখা যাবে। শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে টেলিস্কোপের দরকার হবে না। একদম খালি চোখে মানুষ গ্রহগুলো দেখতে পাবে। আর এই গ্রহগুলো হল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি।
গবেষকরা জানিয়েছেন, পাঁচটি গ্রহকে খালি চোখে আকাশে দেখতে গেলে চাঁদ ওঠার অন্তত এক ঘন্টা আগে আকাশের দিকে তাকাতে হবে। তাহলেই এই মহাজাগতিক বিস্ময় চোখে পড়বে। এই দৃশ্য কোনো ভাবে না দেখতে পারলে আবারো পাঁচ গ্রহকে একসঙ্গে আকাশে দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত।
এ বিষয়ে মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে। বুধকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে।
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- বাস্তবে কি জলপরী আছে?
- সাপের দংশন ও চিকিৎসা
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে