বৈচিত্র্য ডেস্ক
আপডেট: ১৬:১৬, ৩০ ডিসেম্বর ২০২০
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে `গিফট` দিলেন তিনি
প্রেমে পড়ে কল্পনা প্রিয় মানুষকে চাঁদে জমি কিনে বাড়ি করে দেওয়া গেলেও বাস্তবে আর প্রিয়জনকে ক'জন এমন উপহার দিতে পারে? প্রিয় মানুষটিকে চাঁদে জমি কিনে দেওয়াটাকি আর চাট্টিখানি কথা?
তবে কেউ কেউ তো ব্যাতিক্রমও হন। তেমনি ব্যাতিক্রম ভারতের রাজস্থানের ধর্মেন্দ্র অনিজা। তিনি বিবাহবার্ষিকীতে তার স্ত্রী স্বপ্না আনিজাকে চাঁদে জমি কিনে উপহার দিয়েছেন।
গত ২৪ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্র অনিজা ও স্বপ্না অনিজার অষ্টম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে দম্পতিরা একে অন্যকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। কিন্তু ধর্মেন্দ্র অনিজা একেবারে অন্যপথে হাঁটলেন। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন।
ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য তিনি ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন। এর জন্য দীর্ঘদিন পরিকল্পনাও করেছেন। তিনি বলেন, সবাই বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি না হয় শাড়ি, গহনা উপহার দেন। কিন্তু আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। এজন্য চাঁদে তার জন্য জমি কিনেছি।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। গোটা প্রক্রিয়া শেষ করতে তার এক বছরের মতো সময় লেগেছে।
অভিনব এমন উপহার পেয়ে আনন্দে আপ্লুত ধর্মেন্দ্রর স্ত্রী স্বপ্নাও। তিনি বলেন, কোনও দিনও ভাবতে পারিনি এমন একটা উপহার পাব। উপহারটি পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমাকে। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না।
উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছেন। যদিও চাঁদে কেনা নিজের জমি দেখে যেতে পারেন নি সুশান্ত সিং রাজপুথ। এর আগেই এই পৃথিবী ছেড়েছেন সুশান্ত।
সূত্র : সংবাদ প্রতিদিন, এনডিটিভি
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- সাপের দংশন ও চিকিৎসা
- বাস্তবে কি জলপরী আছে?
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে