Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ৫ মে ২০২১
আপডেট: ০১:২৮, ৬ মে ২০২১

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন মা!

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন। যার মধ্যে পাঁচটি মেয়ে ও চারটি ছেলে। মঙ্গলবার জন্ম নেওয়া ৯ নবজাতক ও তাদের মা এখন সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে মালির সরকারি কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়কে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৫ বছর বয়সী হালিমা চিসের গর্ভে সাত সন্তান আছে বলে ধারণা করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু পরে দেখা যায়, অ্যাল্ট্রাসনোতে দুই সন্তানের উপস্থিতি বোঝা যায়নি।

এর আগে গত মার্চে চিকিৎসকেরা জানান, হালিমার বিশেষ যত্ন দরকার। এরপর দেশটির শীর্ষ নেতার নির্দেশে তাকে মরক্কো পাঠানো হয়। সেখানেই ৯ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মরক্কোতেও হালিমার আল্ট্রাসনোগ্রাম করানো হলে দেখা যায় তাঁর গর্ভে সাত সন্তান রয়েছে। পরে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে চিকিৎসকদের অবাক করেছেন তিনি।

হালিমার ওই সন্তান জন্ম দেওয়ার খবর মালিজুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছে। কেননা এমন ঘটনা খুবই বিরল।

এ বিষয়ে মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বলেছেন, ‌‘ওই মা ও তার সন্তানেরা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ায় মায়ের সুস্থ হতে কিছু সময় লাগবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে।’

এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, তারা ৯ সন্তানকে বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন। একসঙ্গে তিন বা ততোধিক সন্তান জন্ম নিলে প্রায়ই কয়েক জনের মারা যাওয়ার শঙ্কা থাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়