Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১ আগস্ট ২০২১
আপডেট: ২২:৩৪, ১ আগস্ট ২০২১

পাকিস্তানি সেই ‘হতাশ’ সমর্থকের ছবি জাদুঘরে!

শারিম আখতারের সেই ভাইরাল ছবি

শারিম আখতারের সেই ভাইরাল ছবি

২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে প্যাভিলিয়নে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন এক ব্যক্তি। নাম তার শারিম আখতার। তার সেই কোমরে হাত দেয়া ছবিটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এমনকি আইসিসির অফিশিয়াল টুইটার পেজ থেকেও শারিমের ছবি শেয়ার করা হয়েছিল।

সেই থেকে শারিম হয়ে উঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার চিত্র তুলে ধরার প্রতীক। একের পর এক মিমে শারিমের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার ছবি ব্যবহার করতে থাকেন নেটিজেনরা। ম্যাচটির দুই বছর পার হলেও অনেকেই এখনও তার ছবি দেওয়া মিম শেয়ার করেন। 

এবার সেই শারিমই ঠাঁই পেলেন হংকংয়ের মিম মিউজিয়ামে। বিশ্বের মজাদার ও ভাইরাল মিম সেখানে স্থান পায় হংকংয়ের এই মিম মিউজিয়ামে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শারিম নিজেই এ খবর জানিয়েছেন। মিম হিসেবে নিজের ছবি দেখতে পেয়ে অবশ্য বেশ খুশিই পাকিস্তানের বাসিন্দা শারিম।

এদিকে, শারিমের ছবি মিম জাদুঘরে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়