নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২২, ২৯ আগস্ট ২০২১
ক্যাপ্টেন নওশাদ দুইবার বিমান দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন যাত্রীদের প্রাণ (ভিডিও)
ওমান থেকে ঢাকায় বিজি-২২ ফ্লাইটে ফিরছিলেন ১৪৯ যাত্রী। কিন্তু হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন পাইলট। হ্যার্ট অ্যাটাক হয়। ঢাকায় এসে ল্যান্ড করা যাত্রীদের জন্য তখন বিপদজনক।
বিষয়টি দ্রুত ফার্স্ট অফিসারকে জানান পাইলট। কাছাকাছি বিমানবন্দর ভারতের নাগপুর। সেখানেই জরুরি অবতরণ করা হয় বিমান, পাইলট ও ফার্স্ট অফিসারের পেশাগত দক্ষতায় বেঁচে যায় যাত্রীদের জীবন।
ঘটনাটি শুক্রবারের (২৭ আগস্ট)। সেই ফ্লাইটের (বিজি-২২) পাইলট ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। নওশাদ ও তার ফার্স্ট অফিসারের কারণে জীবন রক্ষা পেয়েছে ওমান থেকে ঢাকার উদ্দেশে আসা ১২৪ যাত্রীর। তবে এটি প্রথম নয়। পাঁচ বছর আগে এভাবেই আরো ১৪৯ যাত্রী আর সাত ক্রু’র জীবন বাঁচিয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটে ক্যাপ্টেন ছিলেন নওশাদ। সেই ফ্লাইটটি মাস্কাট বিমানবন্দর থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। টেক-অফ করার পর মাস্কাট বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, রানওয়েতে টায়ারের কিছু অংশ পাওয়া গেছে, যা সম্ভবত বিমান এয়ার ক্রাফটের হতে পারে।
যাত্রীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার কথা ভেবে ঢাকা বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন নওশাদ। অবতরণের আগে ক্যাপ্টেন ফ্লাইটটি নিয়ে রানওয়ের উপরে দুবার লো-লেভেলে ফ্লাই করেন। তখন দেখা যায়, উড়োজাহাজের পেছনের দুই নম্বর টায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ক্যাপ্টেন নওশাদ উঁচু মানের দক্ষতার সঙ্গে ক্ষতিগ্রস্ত টায়ার ও ল্যান্ডিং গিয়ারসহই নিরাপদে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করান।
এ ঘটনার পর ২০১৭ সালে ক্যাপ্টেন নওশাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রশংসাপত্র পাঠায় আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন রন অ্যাবেল।
উল্লেখ্য, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দেন।
গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটটি ঢাকায় না ফিরে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ প্রচণ্ড বুকে ব্যাথা অনুভব করায় তিনি তার ফার্স্ট অফিসারকে বিষয়টি জানান এবং আশপাশে কোথাও জরুরি অবতরণ করতে বলেন। যাত্রীদের ঝুঁকি এড়িয়ে তারা সফলভাবে ফ্লাইটটিকে নাগপুরে অবতরণ করান।
আইনিউজের ভিডিওতে দেখুন বিস্তারিত-
মাঝ আকাশে হার্ট অ্যাটাক করেও যাত্রীদের প্রাণ বাঁচালেন পাইলট নওশাদ
আইনিউজ/এসডি
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- সাপের দংশন ও চিকিৎসা
- বাস্তবে কি জলপরী আছে?
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে