Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৪, ১১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:২৯, ১১ ডিসেম্বর ২০২১

৪৪ ইঞ্চি আল-আমীনের সাথে ৩৩ ইঞ্চি সাম্মির জাকজমক বিয়ে

৪৪ ইঞ্চির আল আমীনের সাথে ৩৩ ইঞ্চি সাম্মির বিয়ে। ছবি- রাহাদ সুমন

৪৪ ইঞ্চির আল আমীনের সাথে ৩৩ ইঞ্চি সাম্মির বিয়ে। ছবি- রাহাদ সুমন

স্বরূপকাঠিতে জাকজমকপূর্ণ পরিবেশে খর্বাকৃতির যুবক মো. আল-আমীন (২৪) ও ছামিয়া আক্তার সাম্মির (২১) শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে। এক লাখ টাকার দেন মোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। আল আমীনের শারীরিক উচ্চতা ৪৪ ইঞ্চি এবং সাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি।

বর মো. আল-আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ি আব্দুল হামেদের ছেলে এবং কনে ছামিয়া আক্তার সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো.শাহজাহান মিয়ার মেয়ে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিবাহ করে সংসারি হলেও আল-আমীন শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিলো।

অপরদিকে মেয়ের জন্য কোন বর  খুঁজে পাচ্ছিলেন না শাহজাহান মিয়া। অবশেষে দুই পরিবারের পিতা-মাতার চিন্তার অবসান হয়েছে। ওই দুই পরিবারের সম্মতিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার  বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

গ্রামের  উৎসুক লোকজন খর্বাকৃতির দম্পত্তিকে একনজর দেখতে ও আশির্বাদ করতে আল আমীনের বাড়িতে দলে দলে ভিড় করেন। কনের বাবা শাহজাহান মিয়া জানান মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। অবশেষে পাত্রের খোঁজ পেয়ে উভয় পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লাহর অশেষ  রহমতে পুত্র ও পুত্রবধু সুখেই থাকবে।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়