নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
আপডেট: ০৯:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২
এবার প্রেমের টানে কাঁটাতার টপকে বাংলাদেশে ঢুকলেন তরুণী
খুসনামাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে
প্রেমের টানে কাঁটাতার টপকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় তরুণী। পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত এলাকা ঘটে এই ঘটনা। পরে খবর জানতে পেরে তাকে আটক করে বাংলাদেশ পুলিশ।
এ যেন এক সিনেমার দৃশ্য! প্রেমিকের সাথে দেখা করতে ফাঁসিদেওয়া ব্লকের মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ১৭ বছরের খুসনামা। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেনের মেয়ে খুসনামা। জানা গিয়েছে, ওই তরুণী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা আব্দুল লতিব তথা রকিবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে৷ এই প্রেমের টানেই কাঁটাতার টপকে বাংলাদেশে ডুকে পড়ে সে।
- আরও পড়ুন - কীভাবে মানুষ বিশ্ব থেকে ১৫ সেকেন্ড পিছিয়ে
গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ বিষয়টি জানতে পেরে মেয়েটিকে আটক করে। এই ব্যাপারে বাংলাদেশের তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঁঞা জানান, মেয়েটিকে থানায় নিয়ে আসার পর সমস্ত সত্যিটা জেনে বর্ডার গার্ড বাংলাদেশকে খবর দেওয়া হয়, এরপর বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে ভারতের হাপ্তিয়াগছ বড়বিল্লা সীমান্তের জিরো লাইনে বৈঠক করে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) খুসনামাকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজিবি। তবে বিএসএফ খুসনামাকে পুলিশ প্রসাশনের হাতে তুলে দেবে যারা পরবর্তিতে তাকে তার মা-বাবার কাছে পৌঁছে দেবে।
আইনিউজ/এমজিএম
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- সাপের দংশন ও চিকিৎসা
- বাস্তবে কি জলপরী আছে?
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে