আব্দুল হাকিম সরকার
আপডেট: ০০:১৩, ৮ এপ্রিল ২০২২
ভিন্নরকম খবর
কুকুরের অবসরে বিষণ্ণ আমেরিকান বর্ডার এজেন্সি!
অবসর নেওয়া কুকুর বোবো।
মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অধীন সমন্বিত সীমান্ত সংস্থা 'কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন'-এর সদস্যরা প্রশিক্ষিত একটি কুকুরকে বিদায় দিয়ে রীতিমতো বিষণ্নতায় ভুগছেন! জন এফ কেনেডি বিমানবন্দর ছিল প্রাণীটির সর্বশেষ কর্মস্থল। অতিসম্প্রতি স্বাভাবিক নিয়মেই তার অবসর ঘোষণা হয়। কিন্তু প্রাণীটির যুগান্তকারী সব পারফরমেন্সের কারণে আজ সবাই তাকে মিস করছে!
বোবোর জীবনের সবচেয়ে স্মরণীয় অ্যাকশন ছিল ফিলিপাইন থেকে যাওয়া জীবন্ত বিষাক্ত সাপের চালান এবং বাংলাদেশ থেকে যাওয়া দেড় শ কেজি পরিমাণ সাতকরার (সিলেট অঞ্চলে জন্মানো বিশেষ ঘ্রাণযুক্ত লেবু, যা রান্না করে খাওয়া হয়) একটি চালান আটকে দেয়া।
কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন ডিপার্টমেন্টের নিউইয়র্ক অফিসের পরিচালক (ফিল্ড অপারেশনস) ফ্র্যাঙ্ক রুশো তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া বলেন, জাতিকে রক্ষায় বোবো (স্থানীয়ভাবে উচ্চারণ হয় বাবো)-কে আমরা নিষিদ্ধ প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্যের (যা যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ) বিরুদ্ধে উৎসাহের সঙ্গে কাজ করতে দেখে অভ্যস্ত। অবসরে যাওয়ায় আমরা তার সেই অ্যাকশনগুলো দেখা থেকে বঞ্চিত হবো, ব্যক্তিগতভাবেও তাকে আমি প্রতিনিয়ত মিস করবো।"
কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন ডিপার্টমেন্টের নিউইয়র্ক অফিসের পরিচালক (ফিল্ড অপারেশনস) ফ্র্যাঙ্ক রুশো
বোবোর চাকরিতে আনুষ্ঠানিক প্রবেশ ২০১৭ সালে। অর্থাৎ বর্ডার এজেন্সির কে-নাইন ইউনিটে তার অন্তর্ভুক্তির পর থেকেই সক্রিয় ছিল সে।
বোবোর জন্ম, বেড়ে ওঠা এবং পুলিশিংয়ে অন্তভুুক্তির বিস্তারিত...
রেকর্ড বলছে, জর্জিয়ার পুটনাম কাউন্টি অ্যানিমাল কন্ট্রোল সেন্টার থেকে বোবোকে উপহার হিসেবে পেয়েছিল কাস্টমস অ্যান্ড বর্ডার ডিপার্টমেন্ট। নিউনানের ন্যাশনাল ডিটেক্টর ডগ ট্রেনিং সেন্টারে ১০ সপ্তাহের প্রশিক্ষণের পর তাকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশিংয়ের কাজে নিয়োগ দেয়া হয়। যেখানে তার কর্মজীবনের ৫ বছর কেটেছে।
জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্টের কর্মীদের বরাতে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দায়িত্ব যত কঠিনই হোক কিংবা শারীরিক অসুস্থতার মুহুর্তেও কোনরকম অনীহা বা অবহেলা ছাড়াই বোবো কাজ করে গেছে।
অ্যাকশনে বোবো
আট বছর বয়সী ওই ব্লাক ল্যাব্রাডরের পারফরমেন্সের মূল্যায়নে কে-নাইন পুলিশ ইউনিটের ডেপুটি চিফ মাইক লেক বলেন, সিবিপাস কে-৯ কিউইসাইন এবং বোবো মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি অর্থনীতির সুরক্ষায় একটি কার্যকর জুটি ছিল। বোবোকে আজ আমাদের বিদায় জানাতে হলো, আশা করি অবসর জীবনে বোবো অবশ্যই ভাল সময় কাটাবে। চাকরি জীবনে সেরাটা জাতিকে উপহার (পারফরমেন্স) দেয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।
বোবোর স্মরণীয় অপারেশন বাংলাদেশি সাতকরার চালান আটক!
রেকর্ড বলছে, বোবো তার চাকরী জীবনে মোট ৯ হাজার ৮শ ৫০টি অপারেশন চালিয়েছে। ৫ হাজর ৭ শ ৯৩টি নিষিদ্ধ উদ্ভিদ এবং ৪ হাজার ৫৭ নিষিদ্ধ প্রাণীজ পণ্য আটক করেছে। ১৯১টি কীটপতঙ্গ আর প্রাণী/উদ্ভিদ সম্পর্কিত রোগকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রতিরোধ করেছে। বোবোর জীবনের সবচেয়ে স্মরণীয় অ্যাকশন ছিল ফিলিপাইন থেকে যাওয়া জীবন্ত বিষাক্ত সাপের চালান এবং বাংলাদেশ থেকে যাওয়া দেড় শ কেজি পরিমাণ সাতকরার (সিলেট অঞ্চলে জন্মানো বিশেষ ঘ্রাণযুক্ত লেবু, যা রান্না করে খাওয়া হয়) একটি চালান আটকে দেয়া।
অ্যাকশনে বোবো
অবসরের সোনালী সময় লং আইল্যান্ডে কাটাবেন বোবো
জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট প্রচারিত তথ্য মতে, জেএফকেতে কর্মরত কাস্টমস অ্যান্ড প্রটেকশন পরিবারের একজন সদস্য বোবোকে দত্তক হিসেবে নিচ্ছেন।
দত্তক গ্রহণকারীর নাম পরিচয় বিস্তারিত জানানো না হলেও প্রকাশিত রিপোর্ট বলছে, পূর্ব ঘোষণা মতে বোবোর দত্তক গ্রহণকারী নিউইয়র্কের অভিজাত এলাকা লং আইল্যান্ডে থাকছেন। বোবো তার অবসরের "সোনালী বছরগুলো" সেখানেই কাটাবেন বলে ধারণা দেয়া হয়েছে।
আইনিউজ/এমআর/এইচকে
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- সাপের দংশন ও চিকিৎসা
- বাস্তবে কি জলপরী আছে?
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে