Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

বৈচিত্র্য ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ২ জুন ২০২২

ছবিতে লুকিয়ে থাকা ভাল্লুককে খুঁজে পেয়েছেন কি?

বর্তমান সময়ে  সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশনের ছবিগুলো সাধারণত কার্যত আমাদের মনোযোগের ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে দেয়, তাই ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালোবাসেন অনেকেই। এবারেও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তির শিকার করার দৃশ্য। সাদা বরফ পরিবেষ্টিত অঞ্চলে, হাতে বন্দুক নিয়ে হাঁটুর উপর ভর দিয়ে বসে রয়েছেন তিনি। কিন্তু শুধু মানুষ নয়, ছবিটিতে রয়েছে একটি ভাল্লুকও। কোথায় রয়েছেন সেই ভাল্লুক— সেটাই প্রশ্ন। ছবিটি কার আঁকা তা নিয়ে বিতর্ক থাকলেও, অঙ্কনের পদ্ধতি দেখে ধারণা করা যায় যে বেশ পুরোনো ছবিটি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রাখা আছে ভাল্লুকের অবয়বটি। তাই পশুটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে।

আর যারা হাজার খুঁজেও পাচ্ছেন না ভাল্লুক বাবাজির হদিস, তাদের জন্য সবার শেষে রইল সমাধান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

কারুকার্যখচিত ঈদগাহের আলোকসজ্জা

ব্রাহ্মণবাজার : হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়