বৈচিত্র্য ডেস্ক
আপডেট: ০০:০০, ১১ জুন ২০২২
আপনি অন্যদের থেকে কত বেশি বুদ্ধিমান বলে দেবে এই ছবি
ভাইরাল এই ছবি নিয়ে রীতিমতো উত্তাল নেটদুনিয়া। এই ছবিতে লুকিয়ে রয়েছে মোট তিনটি বিষয়। আবার ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এই ছবিতে রয়েছে একটি ঘোড়া। এমন ভাবে আঁকা হয়েছে এই ছবি, যা মানুষের মস্তিষ্ক এবং চোখের পরীক্ষা নিতে প্রস্তুত।
আপনি এই ছবিতে সবার প্রথমে কী দেখতে পাচ্ছেন। তার উপরেই নির্ভর করছে আপনি কতটা বুদ্ধিমান। ভালো করে দেখুন এই ছবি। আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে, তা একটি বহু পুরনো এর ছবি। ইউক্রেনের বিখ্যাত শিল্পী ওলেগ শুপলিয়াক এই আশ্চর্যজনক অপটিক্যাল ইলিউশনের স্রষ্টা। ভাইরাল এই ছবিতে লুকিয়ে রয়েছে তিনটি জিনিস - ঘোড়া, সঙ্গীতশিল্পী এবং মাথা। অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে একটি প্লেটে রাখা রয়েছে একটি মানুষের মাথা। একই রকম চেহারার একজন মানুষ মাথার উপরে বসে সুর বাজাচ্ছেন এবং ছবিতে একটি ঘোড়াও রয়েছে। এই ছবিই বলে দিতে পারে আপনি অন্যদের থেকে কতটা বেশি বুদ্ধিমান। এবার আপনার পালা, আপনি কতটা বুদ্ধিমান তা জানতে ভালো করে দেখুন এই ছবি।
আপনি প্রথমেই কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? আপনি যদি প্রথমেই এই ছবিতে একটি ঘোড়া দেখতে পান, তাহলে আপনি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করেন, আপনি ততটা নন। এর ফলে অন্যেরা সহজেই আপনাকে বোকা বানায়।
ভাইরাল এই ছবিতে আপনি যদি প্রথমেই একটি বড় মানুষের মাথা দেখতে পান, তাহলে আপনি অন্যদের থেকে কিছুটা হলেও তুলনামূলকভাবে বেশি বুদ্ধিমান। এর ফলে আপনাকে অন্যেরা সহজেই কেউ বোকা বানাতে পারে না।
ভাইরাল এই ছবিতে আপনি যদি প্রথমেই সঙ্গীতশিল্পী দেখতে পান, তাহলে আপনি অন্যদের থেকে অনেকটা বেশি বুদ্ধিমান।
এবার আপনার পালা, ভালো করে দেখুন এই ছবি এবং জেনে নিন আপনি অন্যদের থেকে তুলনামূলকভাবে কতটা বেশি বুদ্ধিমান।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
আলী আমজাদে রিইউনিয়ন
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- সাপের দংশন ও চিকিৎসা
- বাস্তবে কি জলপরী আছে?
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে