Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বৈচিত্র ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ১২ জুলাই ২০২২

৮ বছরের বালককে গিলে ফেললো কুমির

ভারতের মধ্যপ্রদেশের চম্বল নদীতে ঘটে গেলো এক ভয়ংকর ঘটনা। মাত্র ৮ বছরের এক বালককে খেয়ে ফেলেছে নদীর কুমির। জানা যায়, ওই বালক গোসল করার জন্য চম্বল নদীতে নামে। সেখানে একটি কুমিরও আগে থেকে পড়ে ছিলো। কিন্তু বালক খেয়াল না করে নদীতে নামতেই কুমিরটি ওই বালককে গিলে ফেলে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা কুমিরটিকে ধরে ফেলেন।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন বলছে, সোমবার (১১ জুলাই) সকালে চম্বল নদীতে গোসল করতে নামে ছেলেটি। সে সময়ই বালকটিকে টেনে নিয়ে গিয়ে গিলে ফেলে কুমির। এই ঘটনা দেখার পর ছেলেটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তারপর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।

ছেলেটিকে কুমিরের পেট থেকে বের করার দাবি জানান উপস্থিত সবাই। এদিকে বিপত্তি বাধে, যখন ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের কর্মকর্তারা ও পুলিশ। গ্রামবাসীদের কাছ থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন দপ্তরের কর্মকর্তারা।

ছেলেটির পরিবার জানায়, কুমিরের পেট থেকে ছেলেকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে ছেলেটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়