Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১২ আগস্ট ২০২২

আধা কিলোমিটার লম্বা কাগজে কোরআন লিখে রেকর্ড গড়লেন কাশ্মিরি যুবক

কাশ্মিরের গুরেজ ভ্যালির বন্দিপরার বাসিন্দা মুস্তাফা-ইবন-জামিল ৫০০ মিটার বা আধা কিলোমিটার লম্বা কাগজে সম্পূর্ণ কোরআন লিখে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি মাত্র সাত মাসে এই কোরআন লেখার কাজ শেষ করেন।

সম্প্রতি মুস্তাফার বানানো কোরআনসহ একটি ভিডিও টুইটারে আপলোড করেছেন কাশ্মিরি ফটোসাংবাদিক বাসিত জাগার। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, “২৭ বছর বয়সী কাশ্মিরি ক্যালিগ্রাফার মুস্তাফা-ইবন-জামিল মাত্র সাত মাসে ৫০০ মিটার কাগজে কোরআন লিখে বিশ্বরেকর্ড ভেঙেছেন।”

তার এই কোরআন লিঙ্কন বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে। তিনি প্রতিদিন ১৮ ঘণ্টা করে এই কাজ করতেন। লিঙ্কন বুক অব রেকর্ডস তার কৃতিত্বকে বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচনা করছে এবং মুস্তাফা-ইবন-জামিলকে পুরস্কৃত করেছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুস্তাফা ১৪.৫ ইঞ্চি চওড়া এবং ৫০০ মিটার লম্বা কাগজে কুরআন লিখেছেন।

মুস্তাফা-ইবন-জামিল গণমাধ্যমকে বলেন, “আমি ২০১৭ সালে প্রথম কোরআন হাতে লিখি। এরপর থেকে এখন পর্যন্ত তিনটি কপি হাতে লিখেছি। অনেক ধৈর্য এবং সংকল্প নিয়ে এই কাজটি শেষ করতে হয়েছে। আল্লাহর রহমতে কাজটি শেষ করে রেকর্ড বইয়ে নাম লেখাতে পেরেছি।”

তিনি জানান, প্রথম দিকে ১,৫০০ মিটার লম্বা কাগজে কোরআন হাতে লেখার পরিকল্পনা করেন। কিন্তু বাজেটের কারণে তিনি তা করতে পারেননি।

মুস্তাফা-ইবন-জামিল বলেন, “আমার পরিকল্পনা ছিল ১,৫০০ মিটার কাগজে কোরআন লেখার। সেটা করতে না পারায় ৫০০ মিটার কাগজে লিখেছি। এই কোরআন লিখতে আমার আড়াই লাখ রুপি খরচ হয়েছে। আর এই কাজে আমাকে আমার নিকটাত্মীয়রা সহায়তা করেছেন।”

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়