Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৩ অক্টোবর ২০২২

চলন্ত লঞ্চে সন্তান প্রসাব, আজীবন লঞ্চ ভ্রমণ ফ্রি ঘোষণা

সুন্দরবন-৭ লঞ্চের ছবি

সুন্দরবন-৭ লঞ্চের ছবি

ঢাকা থেকে বরগুনার আমতলীতে আসার পথে সুন্দরবন-৭ লঞ্চে তামান্না বেগম নামের এক নারী সন্তান প্রসব করেছেন। প্রসব ব্যথা ওঠলে লঞ্চের দায়িত্বরত স্টাফরা দুই নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান। এগিয়ে আসেন লঞ্চে অবস্থানরত এক চিকিৎসকও। আনন্দে ভূমিষ্ট সন্তানের আজীবন এই লঞ্চে করে যাতায়ৎ ফ্রি ঘোষণা দিয়েছেন লঞ্চের ম্যানেজার।

শনিবার (২২ অক্টোবর) রাতে বিষয়টি  নিশ্চিত করেন লঞ্চের ম্যানেজার মো. অপু রহমান। তিনি জানান, শনিবার রাতে চলমান লঞ্চে সন্তান প্রসবের এ ঘটনা ঘটে। সন্তান প্রসব করা ওই নারী তামান্না বেগম। তিনি বরগুনা সদর উপজেলার মাইঠা এলাকার শাহ জালালের স্ত্রী।

জানা যায়, প্রসব ব্যথায় তামান্না যখন কাতরাচ্ছিলেন তখন লঞ্চের দায়িত্বরত স্টাফরা দুই নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান।

লঞ্চের ম্যানেজার অপু বলেন, তামান্নাকে কেবিনে নেয়ার আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়। আমাদের পক্ষ থেকে তাদের নতুন জামাকাপড় ও মিষ্টি দিয়েছি।

লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, গভীর রাতে কেরানির ফোন পেয়ে চমকে গেলেও খবরটি ছিল আনন্দের। সঙ্গে সঙ্গে কেরানি শাহ আলমকে বলেছি, এই ছেলের সারাজীবন লঞ্চ যাতায়াত একদম ফ্রি করে দিতে।

নবজাতকের বাবা শাহ আলম জানান, বর্তমানে ছেলে ও মা দুইজনই সুস্থ আছেন। লঞ্চ কর্তৃপক্ষ আমার ছেলের জন্য সারাজীবন লঞ্চ যাতায়াত একদম ফ্রি করে দেওয়ার ঘোষণা করেছেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়