অনলাইন ডেস্ক
জাপানের এই কালো তরমুজের দাম ১ লাখ টাকা কেন?
জাপানের বিখ্যাত কালো তরমুজ। ছবি- অনলাইন
তরমুজ এমন একটি ফল গরম বাড়লে যার মূল্য বেড়ে যায় কয়েকগুণ। গরম বাড়ার সাথে এর দাম কমা-বাড়ার সম্পর্ক আছে। বাংলাদেশে তো তরমুজ সিণ্ডিকেট নিয়ে হৈচৈ ব্যাপারও ঘটে যায়। কিন্তু সে আর কতো টাকা বৃদ্ধির জন্য? বড় জোর একটা তরমুজ ৫০০ টাকায় বিক্রি হয়। কিন্তু জাপানে একটিমাত্র তরমুজের দাম ১ লাখ টাকার উপরে! এই প্রজাতির তরমুজের দাম নাকি এমনই!
আই নিউজের আজকের এই আর্টিকেলে পরিচয় করিয়ে দেব জাপানের বিখ্যাত সেই কালো তরমুজের সঙ্গে যার দাম লাখ টাকার ওপরে।
জাপানে চাষ হয় এক জাতের তরমুজ। নামও তাঁর একটু অদ্ভুত- ডেনসুকে। অবশ্য জাপানিরা একে কালো তরমুজ নামেও ডাকেন। এই তরমুজগুলোকে আলাদা করে ওদের অনন্য চাষের প্রক্রিয়া। জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে একচেটিয়া ভাবে ভাবে ডেনসুকা তরমুজের চাষ হয়।
সাধারণ বাজারে এই তরমুজগুলো বিক্রি হয় না। রীতিমতো নিলামে তোলা হয় এই তরমুজ। নিলামে যিনি সবচেয়ে বেশি দর করবেন, তিনিই কিনে নেবেন এই মূল্যবান তরমুজ। কোভিড পর্যায়ের আগে এই তরমুজগুলো প্রায় সাড়ে ৪ লক্ষ টাকায় বিক্রি হত।
তবে কোভিডের পরে এই ফলের দাম পড়েছে। এই তরমুজের বাইরের খোসার রং সবুজ নয়, কালো হয়। এতে বীজও কম থাকে। অন্যান্য প্রজাতির তরমুজের তুলনায় এই প্রজাতির তরমুজ অনেক বেশি মিষ্টি হয়।
কোভিডের পর দাম কমলেও এখনও এই প্রজাতির তরমুজ ১ লাখের উপরে বিক্রি হয়। জাপান-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই তরমুজের চাহিদা হয়েছে, তবে ফলন কম হওয়ায় দামটা অনেকটাই বেশি।
আই নিউজ/এইচএ
- জার্মানিতে গাঁজা খাওয়ার চাকরি, বেতন ৮৮ লক্ষ টাকা!
- কিভাবে আসলো চায়ে দুধ মিশিয়ে ‘দুধ-চা’ বানানোর আইডিয়া?
- পাকিস্তান পুলিশের শীর্ষপদে প্রথম হিন্দু নারী মনীষা
- চিড়িয়াখানায় সিংহের থাবায় প্রাণ গেলো যুবকের
- সাপের দংশন ও চিকিৎসা
- বাস্তবে কি জলপরী আছে?
- বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস
- ওড়িশা (ODISHA)ভারতের অন্যতম রাজ্য
- বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরেই কেন?
- বিভিন্ন দেশের সূর্যগ্রহণ দেখুন ছবিতে