প্রকাশিত: ০৮:১৮, ১৯ জুন ২০১৯
আপডেট: ০৮:২০, ১৯ জুন ২০১৯
আপডেট: ০৮:২০, ১৯ জুন ২০১৯
জাপানে ভূমিকম্পে মৃদু সুনামি : আহত ১৬
আইনিউজ ডেস্ক: জাপানে একটি শক্তিশালী ভূমিকম্পের পর মৃদু সুনামির সৃষ্টি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৪। এরফলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়। এতে বুধবার বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে ১৬ জন সামান্য আহত হয়েছে। খবর এএফপি’র।
জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার জানিয়েছিল যে টোকিও’র উত্তরে জাপান সাগর উপকূলে এক মিটার (তিন ফুট) উচ্চতার সামুদ্রিক ঢেউ আঘাত হানতে পারে। কিন্তু বাস্তবে সেখানে মাত্র ১০ সেন্টিমিটার উচ্চতার সামদ্রিক ঢেউ আঘাত হানতে দেখা যায়।
ভূমিকম্প আঘাত হানার প্রায় আড়াই ঘণ্টা পর আবহাওয়া সংস্থা সুনামি সংক্রান্ত সতর্কতা তুলে নেয়।
জাপানের স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ৬.০ নিরূপন করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে ৩শ’ কেলোমিটারের বেশি দূরে অবস্থিত রাজধানী টোকিওতেও এটি অনুভূত হয়।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে সম্ভাব্য উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতির ব্যাপারে তার সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এএফপি’কে বলেছে, ভূমিকম্পে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
সূত্র: বাসস
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়