ক্যাম্পাস প্রতিনিধি
ঢাবিতে আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা
![আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়েছিল আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়েছিল](https://www.eyenews.news/media/imgAll/2021April/ঢাবি-আবরার-ফাহাদ-হত্যা-স্মরণসভা-eyenews-2210081939.jpg)
আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়েছিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে ২০১৯ সালে ছাত্রলীগের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় পণ্ড হয়ে যায় স্মরণসভা।
এতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ হামলা করা হয়। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে সমাবেশটি আয়োজিত হয়েছিল। এর সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। ছাত্রলীগের একদল নেতাকর্মী সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করে। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও।
হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েকশ ছাত্রলীগ নেতাকে অংশগ্রহণ করতে দেখা গেছে।
- তোরণ-ফেস্টুনের সৌন্দর্যে ছেয়ে গেছে মৌলভীবাজার
- জুড়ীতে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
এ বিষয়ে যোগাযোগ করা হলে হামলায় জড়িত কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা। এ সময় তারা আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩